মোঃ সুমন আলী
স্টাফ রিপোর্টার
বকেয়া বেতনের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রেখেছে মাহমুদ জিন্স কারখানার শ্রমিকরা, এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা, উত্তরবঙ্গ থেকে ঢাকার প্রবেশ মুখ চন্দ্রার তিন রাস্তার মোড় অবরোধ করে রেখেছে, অবরোধের কারণে রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে, চন্দ্রা হইতে গাজীপুর, চন্দ্রা হতে নবীনগর এবং চন্দ্রা হতে টাঙ্গাইল মহাসড়কে প্রায় ১৫ থেকে ২০ কিলোমিটার রাস্তা যানজট সৃষ্টি হয়েছে, শ্রমিকদের সাথে কথা বলে জানা যায় শ্রমিকদের তিন মাসের বেতন এবং প্রোডাকশন ম্যানেজার হইতে জেনারেল ম্যানেজার পর্যন্ত যারা আছেন তাদের সাত মাসের বেতন বকেয়া রেখে কারখানা বন্ধ ঘোষণা করে মালিকপক্ষ,
এবং শ্রমিকদের সকল প্রকার পাওনাদি যেমন সার্ভিস বেনিফিট অর্জিত ছুটির টাকা এবং বকেয়া তিন মাসের বেতন পরিশোধের ব্যাপারে শ্রমিকদের সাথে আলোচনা সাপেক্ষে দুই মাস অর্থাৎ ২৮ এ নভেম্বর পর্যন্ত সময় নেন মালিকপক্ষ, কিন্তু 27 শে নভেম্বর দিবাগত রাত্রেই কারখানার মূল গেটে শ্রমিকদের সকল পাওনাদি পরিশোধের অপারগতা জানিয়ে নোটিশ টা নিয়ে দেন, আজ ২৮ শে নভেম্বর কারখানার সকল কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক তাদের পাওনাদি বুঝে নিতে এসে এই অপারগতার নোটিশ দেখে,
এবং তারা ক্রুদ্ধ হয়ে রাস্তায় নেমে আসে, এবং মহাসড়কের নেমে এসে মহাসড়কের সকল যান চলাচল বন্ধ করে দেয়, তাদের দাবি তাদের সকল পাওনাদি পরিশোধ না হওয়া পর্যন্ত তারা মহাসড়ক ছাড়বেনা, তাই যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন তাদের সকল পাওনাদে পরিষদের ব্যবস্থা করা হোক ।