এস এম কনক :
আমার দেশ পত্রিকার সম্পাদক ড.মাহমুদুর রহমারকে হত্যার উদ্দেশ্যে কুষ্টিয়া আদালত পাড়ায় ফ্যাসিবাদ সরকারের ছাত্রলীগ নামধারী গুন্ডবাহিনী দ্বারা হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন। বুধবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় দপ্তর সম্পাদক মাহাফুজুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক এ্যাডঃ শামিমুল হাসান অপুর, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের লুৎফর রহমান কুমার, রবিউল ইসলাম দোলন, আব্দুল জিহাদ, নুরুন্নবী বাবু,,সোহাগ মাহমুদ সহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন, মজলুম সাংবাদিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড.মাহমুদুর রহমানের দায়ের করা মামলায় বিভিন্ন আসামী প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদেরকে গ্রেফতার করতে পারছে না পুলিশ। বক্তারা আরোও বলেন অতি দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনে সোর্পদ করতে হবে। না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
Kimyasal temizlik Daha az doğalgaz faturası için düzenli petek temizliği yaptırın. Ben Ekip Tesisatı tercih ediyorum! http://inuofebi.com/question/umraniye-petek-temizligi/
Çanta su kaçak tespiti Terastaki su kaçağını bulmak için gelen ekip çok profesyoneldi. İzolasyonu koruyarak çalıştılar. Belma F. https://ffxiv.one/ustaelektrikci