এম আবু হেনা সাগর,
ঈদগাঁও কক্সবাজারের ঈদগাঁওতে সোনালী আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক ফুটে উঠে। ধান তোলার কাজে ব্যস্ত কৃষকরা। উৎসাহমুখর পরিবেশে ধান কর্তনের উৎসব চলছে। ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সর্বত্রই স্থানে আমন ফসলের মাঠে সোনালী পাকা ধানে ঝিক ঝিক করছে।
মুখ ফুলিয়ে হাসছে কৃষকরা। উজ্জ্বল রোদে সেই হাসি আরো ঝলমল করছে। এতদঞ্চলের সবখানে এখন নতুন ধানের মুহুমুহু গন্ধে মাতোয়ারা। পাড়া মহল্লার নবান্ন উৎসবের সাজ সাজ রব। মাঠে মাঠে কৃষকরা কাস্তে নিয়ে ধান কাটায় ব্যস্ততার ধুম। হালকা শীতের সকাল থেকে পড়ন্ত বিকেল পর্যন্ত মাঠজুড়ে ফসল কর্তনের চিরাচরিত দৃশ্য এখন সর্বত্রই। ধান কর্তন, মাড়াই আর বাছাইয়ের কাজে ব্যস্ত কৃষক পরিবার। শুকানোর পর পিষিয়ে নতুন ধানের চালে ভাপাপিঠাসহ হরেক রকমের পিঠা পুলি তৈরীর অপেক্ষায় বাড়ীঘরের বৌ-ঝিয়েরা।
অধিক জমিতে সোনারাঙা আমন ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে মুখে হাসি। উপজেলার বিভিন্ন ফসলী জমিতে ভাল ফলন আর কৃষকের মুখে হাসির ঝিলিকের দৃশ্য চোখে পড়ে। পাকা ধানের বিস্তৃত সোনালি রঙের ঢেউ। ঈদগাঁও দক্ষিণ মাইজ পাড়ার কৃষক নুরুল আলমের সাথে কথা হলে তিনি এবার আমনের ফলন মোটামুটি ভাল। বন্যার কারনে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে বলেও জানান ।
দশ কানি জমির মধ্যে উৎসাহমুখর পরিবেশে প্রায় ধান কাটা শেষের পথে। কালিরছড়ার ফাহিম জানান, ফসলের ধানী বিলে সোনালী আমন পাকা ধানের সৌন্দর্য বিমোহিত করছে পথচারীদের।
কিছু কিছু অংশে ধান কাটা চলছে। উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, এবার বৃহৎ এলাকায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। শতকরা ৩০ ভাগ আমন ধানের কর্তন চলছে বর্তমানে।