মোঃ বিল্লাল হোসেন,
শেরপুর থেকেঃ
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা সদরে অবস্থিত ঐতিহ্যবাহী স্বনামধন্য আইডিয়াল পাবলিক স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও নবীন বরন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) সকাল থেকে দিনব্যাপী আইডিয়াল স্কুলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ নবীন বরন ও বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান।
আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালনা পরিষদের সভাপতি মো,জামাল উদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সাংবাদিক গোলাম রাব্বানী টিটু,সাংবাদিক ও জনপ্রতিনিধি মো,জাহিদুল হক মনির, ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিকের ছেলে আমেরিকা প্রবাসী মো,হায়াত মাহমুদ লিটন, আইডিয়াল পাবলিক স্কুলের পরিচালক মো আব্দুল জলিল ও, প্রধান শিক্ষক শিউলী বেগম প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতেই সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। আলোচনা শেষে আনুষ্ঠানিকভাবে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা ফলাফল প্রকাশ করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলী বেগম। পরে আনুষ্ঠানিকভাবে নবীন বরন ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিদ্যালয়ের পরিচালক আব্দুল জলিল ও অতিথিরা।
সবশেষে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের সমন্বয়ে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উল্লেখ্য আইডিয়াল পাবলিক স্কুলটি ২০১০ সাল থেকে সুনামের সাথে এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে।
Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.