বিদ্যাসাগর মেধা পুরস্কার ২০২৩ প্রতিযোগিতা অনুষ্ঠিত
ভাংবাড়িয়া যুব সমাজের আয়োজনে ১৮টি সরকারী, বেসরকারী ( কিন্ডারগার্টেন) বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর বাছাইকৃত মেধাবী শিক্ষার্থীদের নিয়ে আজ শনিবার (৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রি:) অনুষ্ঠিত হয় “বিদ্যাসাগর মেধা পুরস্কার -২০২৩” প্রতিযোগিতা। পরীক্ষা শেষে শিক্ষার মানোন্নয়নে আলোচনা অনুষ্ঠান, পুরষ্কার ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান সুসম্পন্ন হয়। পরীক্ষায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে প্রথম স্থান অধিকার করে ১ নং ভাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর মেধাবী শিক্ষার্থী সাইমুন সাইরা, ২য় স্থান অধিকার করে গৌরীহ্রদ উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মোছাঃ সানিমুন খাতুন, ৩য় স্থান অধিকার করে ১০৩ নম্বর ভাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মো: ইকরামিন ইসলাম।
শীর্ষ ১০ জন মেধাবীদের মধ্যে স্থান করে নেয় শারিফ তাসিন গালিব ও মোহাম্মদ তাওহীদ আহমেদ (মেরিট মডেল স্কুল), মোঃ ফারহান ইশরাক(১ নং ভাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়), এছাড়াও নতুন কুড়ি, চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয় এবং কুষ্টিয়া জিলা স্কুল থেকে একজন করে শিক্ষার্থী শী*র্ষ দশে স্থান পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব রাফেজা মির্জা – ডেপুটি কমিশনার অব কাস্টমস,
জনাব মোঃ শরিফুল ইসলাম- সহযোগী অধ্যাপক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়,বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কাসেম- সাবেক শিক্ষক হাটবোয়ালিয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, জনাব মোঃ রুহুল আমিন- সুপার ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসা,বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবুছদ্দিন, জনাব মোঃ ফজলুল হক জোয়ার্দার- সাবেক প্রধান শিক্ষক হাটবোয়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়, জনাব আব্দুস সাত্তার – সভাপতি ভাংবাড়ীয়া দাখিল মাদ্রাসা,
ব্যাংক কর্মকর্তা জনাব মোঃ এনামুল হক, জনাব মোঃ ফজলে রাব্বী, এন জিও কর্মকর্তা জনাব মোঃ রাশিদুল হক ও মোঃ শরিফ উদ্দিন, জনাব মোঃ হাফিজুর রহমান- প্রভাষক বদরগন্জ ডিগ্রী কলেজ, জনাব মোঃ আবু হাসান- পোস্ট অফিস কর্মকর্তা, জনাব মোঃ সালাউদ্দিন রিপন- পরিবার পরিকল্পনা কর্মকর্তা,
জনাব মোঃ নাজমুল হক- পরিসংখ্যান কর্মকর্তা, জনাব মোঃ সাইদুজ্জামান- সহকারী শিক্ষক, জনাব আবু সায়েম, জনাব মোঃ জাপর সাদেক- সহকারী শিক্ষক,জনাব মোছাঃ আসমাতুন্নাঈমা- প্রঃ শিক্ষিকা গৌরীহ্রদ উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব মোঃ মহাবুল হক- পরিচালক নতুন কুড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়,
জনাব মোঃ শাহাবুল হক- পরিচালক মেরিট মডেল স্কুল, জনাব মোঃ বখতিয়ার খিলজি,-অধ্যক্ষ, মেরিট মডেল স্কুল, জনাব মোঃ শিপন আলী- সেনা সদস্য জনাব মোঃ কাবের আলী- সেনা সদস্য (অবঃ) জনাব বিল্লাল হোসেন ও সুজন মোল্লা – সদস্য ভাংবাড়ীয়া ইউনিয়ন পরিষদ সহ বিভিন্ন বিদ্যালয় এর সম্মানিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক বৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোঃ আল মামুন- সার্কেল অ্যাডজুটেন্ট ও জনাব মোঃ মোস্তাফিজুর রহমান – সহকারী শিক্ষক, ১ নং ভাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রশ্নপত্র প্রণয়ন ও প্রধান পরিক্ষকের দায়িত্ব পালন করেন মোঃ হাসানউদ্দৌলা – প্রঃ শিক্ষক (ভারপ্রাপ্ত), শেখপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। অনুষ্ঠান এবং প্রতিযোগিতাটির সার্বিক পরিকল্পনা এবং পরিচালনা করেন জনাব মোঃ আমিনুল ইসলাম প্রধান শিক্ষক(নন ক্যাডার)- ১ নং ভাংবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।