প্রতিনিয়ত এক্সিডেন্ট হচ্ছে পান্টি থেকে বাঁশগ্রাম চারটা ব্রিজ
”নিজস্ব প্রতিনিধি”
“চরম দুর্ভোগের শিকার হচ্ছে সাধারণ জনগণ বলছি,,
কুষ্টিয়া জেলা কুমারখালী উপজেলা পান্টি কুষ্টিয়া রোড এই রোডে প্রতিদিন যাতায়াত করে হাজার হাজার জনগণ শত শত যানবাহন ২০২১ সালে যে ব্রিজ কমপ্লিট করা হয়েছে শুধু ব্রিজটায় হয়েছে এর সংস্কার কাজ এবং সাইডে বাধা কোনটাই হই নাই,, প্রতিনিয়ত এক্সিডেন্ট হচ্ছে পান্টি থেকে বাঁশগ্রাম চারটা ব্রিজ এই অবস্থায় পড়ে আছে মোহননগর পূর্বপাড়া দুইটা,,
বরইচারা কাছা কাটা এবং আদাবারিয়া সাধারণ জনগণের দাবি তারা প্রতিনিয়ত ভাঙছে যানবহন যেমন মোটরসাইকেল ইজিবাইক অটো ভ্যান অন্যান্য,,
স্থানীয়রা জানান, একই স্থানে পুরাতন একটি সেতু ছিল। ,
সেটি দীর্ঘদিন ব্যবহারের অনুপযোগী থাকার পর প্রায় বছর আগে একই স্থানে নতুন করে সেতুটি করা হয়। এটি বিভিন্ন দিক থেকে তাদের ভোগান্তি ও ঝুঁকি বাড়িয়েছে।
উপরন্তু তাদের ভোগান্তি বাড়িয়েছে অপরিকল্পিতভাবে নির্মিত সেতুটি।