
মাসুদ হোসেন খান
মাদারীপুর ঃ
মাদারীপুরের ডাসারে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে হেয়প্রতিপন্ন করায় ফেঁসে গেলেন দুই সহোদর ভাই।
এই বিষয়ে মাদারীপুর বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে দুই সহোদর ভাই সৈয়দ শাহআলম ও সৈয়দ বেলায়েত হোসেনকে আসামী করে পৃথক পৃথক দুটি মামলা করেন দুই সাংবাদিক। মামলায় দুই কোটি টাকা উল্লেখ করে মানহানি মামলা দায়ের করেন ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক জাতীয় দিনকাল পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ আতিকুর রহমান আজাদ ও ডাসার প্রেসক্লাবের সভাপতি দৈনিক কালবেলা ও দেশের কন্ঠ পত্রিকার প্রতিনিধি সৈয়দ রাকিবুল ইসলাম।
মঙ্গলবার ( ৮ এপ্রিল ২০২৫) মাদারীপুর আদালতে এ মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন মামলার বাদীদ্বয়।
মামলা সুত্রে জানা যায়- মাদারীপুরের ডাসারের ৩৩ নং ধামুসা মৌজার ১ নং খতিয়ানের ৭২১ নং দাগে সরকারি খাল ভরাট করে অবৈধভাবে পাকা ভবন নির্মাণ করায় ধারাবাহিক ভাবে ডাসার উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক গন নিউজ প্রকাশ করেন।
এরই জেরে গত ৩০ মার্চ আসামি সৈয়দ শাহআলম ও সৈয়দ বেলায়েত হোসেন উপজেলার পাথুরিয়াপাড়ে একটি সংবাদ সম্মেলন করেন।
নিজের অপরাধ ঢাকতে সেখানে তিনি মিথ্যা ভিত্তিহীন ও মনগড়া তথ্য প্রচার করে বলেন সাংবাদিক মোঃ আতিকুর রহমান ও সাংবাদিক সৈয়দ রাকিবুল ইসলাম আমার কাছে চাদা দাবি করেন। চাদা না দেয়ায় মিথ্যা নিউজ প্রকাশ করেছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে হেয়প্রতিপন্ন ও মানহানি করায়, সৈয়দ শাহআলম ও সৈয়দ বেলায়েত হোসেনের বিরুদ্ধে বাদী মোঃ আতিকুর রহমান আজাদ ও সৈয়দ রাকিবুল ইসলাম আদালতে দুটি মানহানি মামলা দায়ের করেছেন এবং দুটি মামলায় দুই কোটি টাকার মানহানি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
বাদী মোঃ আতিকুর রহমান আজাদ বলেন -আমি দীর্ঘদিন যাবত অবিভক্ত কালকিনি ও ডাসার উপজেলায় দেশের প্রথম শ্রেণীর জাতীয় পত্রিকা দৈনিক দিনকাল ,প্রতিদিনের সংবাদ,ও স্যাটেলাইট চ্যানেল’এস’র ডাসার উপজেলা প্রতিনিধি হিসেবে সম্মানের সহিত দেশ এবং জাতির লক্ষ্যে সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ প্রচার আসছি।
আসামীদ্বয় সরকারি জমি দখল সহ এলাকায় ভূমিদস্যু হিসাবে জনমনে আতংক ও ভীতি সৃষ্টিকারী তারা তাদের অপরাধ ঢাকতে অপকৌশল অবলম্বন করে সংবাদ সম্মেলন করে মিথ্যা মানহানি করা কথা উল্লেখ করায় ন্যায় বিচার দাবি করে এ মানহানি মামলা দায়ের করেছি।
বার্তা প্রেরক :-
মাসুদ হোসেন খান
মাদারীপুর থেকে
মোবাইল : ০১৭৯৫৭২৮৩৭২
তারিখ : ৮ এপ্রিল ২০২৫ ইং