প্রিন্স মাহমুদ (কুমারখালী) :
গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে কুষ্টিয়া কুমারখালী উপজেলার বাগুলাট ইউনিয়নে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকালের দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের সর্বস্তরের জনতার ব্যানারে বাঁশগ্রাম বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বাজারের বিশেষ বিশেষ জায়গা প্রদক্ষিণ করে পাঁচগ্রাম আলাউদ্দিন আহমেদ ডিগ্রী কলেজের মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলকারীরা ইসরায়েলবিরোধী বিভিন্ন শ্লোগান দিতে থাকেন। এ সময় বিক্ষোভকারীরা যে সমস্ত শ্লোগান দেন।
ফিলিস্তিনে হামলা কেন, জাতিসংঘ জবাব চাই। ট্রাম্পের দুই গালে, জুতা মারো তালে তালে। নেতানিয়াহুর দুই গালে, জুতা মারো তালে তালে। বিশ্ব মুসলিম ঐক্য গড়ো, ফিলিস্তিন স্বাধীন করো। আমরা সবাই নবীর সেনা, ভয় করি না বুলেট বোমা। লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে, ইসরায়েলের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও। দুনিয়ার মুসলিম এক হও লড়াই করো।
বাগুলাট ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলে রাজনৈতিক সংগঠন, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এসময় মিছিলকারীদের হাতে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়, বিক্ষোভ মিছিল শেষে গাজার শহিদদের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.