মোঃ সুমন আলী স্টাফ রিপোর্টার
সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। সম্প্রীতি সমাবেশ শেষে, বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনে দুই শহীদের পরিবারের মাঝে ২ লাখ টাকা করে আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এর আগেও তিনি বাউফলের ৬ শহীদ পরিবারকে ১২ লাখ টাকা ও ১৪৭ জন আহত ব্যক্তির চিকিৎসা সহ সার্বিক সহযোগিতা করেন। কনকদিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবদুল করিম ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাউফল উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি খালিদ আহমেদ, ঢাকা জজ কোর্টের আইনজীবী মুনতাসীর মুজাহিদ সহ উপজেলার স্থানীয় বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।