র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী,অস্ত্র উদ্ধার, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ভেজাল পণ্য, ছিনতাইকারী, ধর্ষণ, অপহরনসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সদর কোম্পানি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল অদ্য ইং ১০ জানুয়ারী ২০২৪ তারিখ রাত্রী-২০.৫০ ঘটিকায় ঘটনাস্থল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন কালিহাট বাজার এলাকাহইতে জিআর নং-৪১৪/২২ (পুঠিয়া), ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১।
প্রসেস নং-২১৬/২৩, তারিখ-১৮/১২/২০২৩ খ্রিঃএর ওয়ারেন্টভূক্ত চিহ্নিত মাদক মামলার আসামী মোঃ ওমর ফারুক (৩৫), পিতা- মোঃ জালাল, সাং- জিউপাড়া (বগুড়া পাড়া), থানা- পুঠিয়া, রাজশাহীকে গ্রেফতার করে।