ডিবির অভিযানে ২০-বোতল ফেনসিডিল সহ গ্রেফতার ২ জন
জেলা গোয়েন্দা শাখা, কুষ্টিয়া তারিখ-০৯/১১/২০২৩
ইং-০৯/১১/২০২৩ খ্রিঃ তারিখ ০৪.২৫ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা কুষ্টিয়ার একটি ডিবির টিম এসআই(নিঃ) সুলতান মাহমুদ সঙ্গীয় ফোর্স কুষ্টিয়া সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি করাকালে কুষ্টিয়া সদর থানাধীন উপজেলা মোড়ে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, কুষ্টিয়া সদর থানাধীন কুষ্টিয়া পৌরসভার চৌড়াহাস মতি মিয়ার রেলগেটে জনৈক মাসুম (৪৬), পিতা-মোঃ বিষু এর চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় ব্যক্তিগণ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয়ের জন্য মাদকদ্রব্য ফেন্সিডিল হেফাজতে রেখে অবস্থান করছে। উক্ত সংবাদে ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল হইতে ইং-০৯/১১/২০২৩ খ্রিঃ তারিখ ০৪.৩৫ ঘটিকার সময় আসামী ১।
মোঃ বিমাল আলী(৪০) পিতা-মোঃ হামজাল শেখ, সাং-ধলসা, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়া এর নিকট হইতে ২০(বিশ) বোতল ফেন্সিডিল(PHENSEDYL) সহ আটক করে এবং ০২ জন আসামী ৩।
মোঃ ফিরোজ খান(৩৫) পিতা-নুরুজ্জামান, গ্রাম-নওদা আজমপুর, এ/পি-স্ত্রী-সুরাইয়া পারভীন মিতা, পিতা-আব্দুল মজিদ, সাং-আমলা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, আমলা বাজার, ৪। মোঃ সুমন ইসলাম (৩৫) পিতা-মোঃ ইছাহক মন্ডল, সাং-চৌদুয়ার, উভয় থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াগ পালিয়ে যায়। এ সংক্রান্তে কুষ্টিয়া মডেল থানার মামলা নং-২২, তারিখ-০৯/১১/২০২৩ ইং; ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) সারনির ১৪(খ)/৪১ রুজু হয়।
তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/মোঃ কায়েস মিয়া