রূপসায় চুরির কাজে ব্যবহৃত সারঞ্জামসহ চোর চক্রের চার সদস্য গ্রেফতার।
খুলনা প্রতিনিধি : খুলনার রূপসা থেকে চুরির কাজে ব্যবহৃত সারঞ্জামসহ চোর চক্রের চার সদস্য সাগর মোল্লা,সানি সরদার,মনিরুল ইসলাম হৃদয় ও সাব্বির শেখ কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানা যায়,গত ইং ১৫ অক্টোবর পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম-সেবা এর সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা খুলনার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে এসআই শেখ ইমরুল করিম সঙ্গীয় অফিসার-ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনাকালে চোরাই ল্যাপটপ ও মোবাইল ফোন ক্রয়-বিক্রয় সংক্রান্তে গোপন তথ্যের ভিত্তিতে রুপসা থানাধীন কিসমত এলাকার জনৈক আবুল হোসেন সরদার এর বাড়ীর সামনে অভিযান চালিয়ে পাকা রাস্তার উপর থেকে বিকাল ৫ টার সময় আসামীদেরকে আটক করতে সক্ষম হন।ঐ আটককৃতদের হেফাজতে থাকা ১টি ল্যাপটপ,৪টি এন্ড্রয়েড ফোন,১টি কালো ব্যাগ এবং আসামী সাগর মোল্লার বসতবাড়ী থেকে চুরি কাজে ব্যবহৃত ১টি লোহার শাবল,১টি সেলাই রেঞ্জ, ১টি প্লাইয়ার্স,১টি বড় স্কুড্রাইভার উদ্ধার করে।এ বিষয়ে এসআই শেখ ইমরুল করিম বাদী হয়ে রূপসা থানায় ধৃত আসামীদের বিরুদ্ধে পেনাল কোড আইনে মামলা দায়ের করেন। উল্লেখ্য যে আসামী সাগর মোল্যা একজন পেশাদার চোর চক্রের সক্রিয় সদস্য। তার নামে ইতিপূর্বে কয়েকটি চুরির মামলা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত