গতকাল (১০ অক্টোবর) বিকেলে রংপুরের গঙ্গাচড়া সদর ইউনিয়নের নিলকচন্ডী আবাসনে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক মোঃ মোবাশ্বের হাসান। তিনি বলেন,‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে আশ্রয়হীন মানুষকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দিয়েছেন। আশ্রয়ণের বাসিন্দাদের জীবনযাত্রার মান বাড়াতে প্রশিক্ষণসহ নানা ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। সুবিধাভোগীদের সংসার যেন ভালভাবে চলে সেলক্ষ্যে হাঁস-মুরগি পালন, শাক-সবজি চাষসহ নানা ধরনের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এতে করে তাদের জীবনযাত্রার মান বেড়ে যাচ্ছে।’এ সময় তিনি আশ্রয়ণে বসবাসকারীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের যতটুকু জায়গা ফাঁকা আছে সেখানে সবজি চাষ করবেন, ফলের গাছ লাগাবেন, আপনাদের ছেলে মেয়েকে স্কুলে পাঠাবেন। যুব উন্নয়ন অধিদফতরের রাজস্ব কর্মসূচির আওতায় পরিচালিত অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের আওতায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদফতরের আয়োজনে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা, উপজেলা কৃষি অফিসার মারুফা ইফতেখার সিদ্দিকা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, সহকারী প্রকৌশলী মজিদুল ইসলাম, গঙ্গাচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবুসহ গন্যমান্য ব্যক্তিবর্গ
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত