কুমারখালীর ধলনগরে এক ছেলেকে হাতমুখ বেঁধে বে”ধড়ক মারধর! বিচারের দাবিতে দ্বারে দ্বারে বাবা
কোন ফল মেলেনি বাবার। বাজার থেকে বাড়ি ফেরার পথে ছেলেকে ধরে নিয়ে হাতমুখ বেঁধে বেধড়ক মারধর করেছে দুর্বৃত্তরা। দিনের পর দিন বিচারের দাবিতে দারে দারে ঘুরে বেড়াচ্ছেন বাবা। গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে কুষ্টিয়া কুমারখালী থানার চাঁদপুর ইউনিয়নের ধলনগর গ্রামে এই ঘটনা ঘটে। জানাযায় ধলনগর গ্রামের মিল পাড়ার জালাল উদ্দীন (৪২) এর ছেলে আমির হামজা রাব্বি (১৭) কালিবাড়ি মোড় বাজার থেকে বাড়ি যাওয়ার পথে ৬-৭ জন মিলে ধরে নিয়ে হিন্দু পাড়া বাঁশ বাগানের মধ্যে হাত মুখ বেঁধে বেধড়ক মারধর করে। ঘটনার এক পর্যায়ে আমির হামজার ফুফু রাফেদা খাতুন (৩৯) রাব্বিকে বাড়িতে না পেয়ে খুঁজতে থাকে। পরে তাকে হিন্দু পাড়া বাঁশ বাগানের মধ্যে মারধর করতে দেখে চিৎকার চেঁচামেচি করলে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে। পরে আমির হামজা রাব্বির কাছ থেকে জানা যায়, সে কালীবাড়ি মোড় বাজার থেকে রাত সাড়ে নয়টায় বাড়িতে ফেরার পথে বাড়ির ঠিক সামনে থেকেই ৬-৭ জন মিলে থাকে ধরে নিয়ে যায় এবং এদের মধ্যে ১. শ্যামল পরামানিকের ছেলে স্বপ্ন (২২) ২. বিশ্বজিৎ এর ছেলে শুভ (২৪) ৩. সুবল পরামানিক এর ছেলে শ্যামল (৫৫) ও ৪. সুবল পরামানিকের আর এক ছেলে সঞ্জীবন (৪৫) কে চিনতে পারে। বাকি দুই তিন জনকে সে চিনতে পারেনি। ঘটনার কারণ সম্পর্কে জানা যায়, অষ্টম শ্রেণীর ছাত্র আমির হামজা রাব্বি তার অসহায় দিনমজুর বাবা জালাল উদ্দিন (পাগলা) পড়ালেখার খরচ জোগাতে না পাড়ায় প্রতিবেশী শ্যামল পরামানিকের বাড়িতে গরু লালন পালনের কাজ করে। গত চার মাস পূর্বে শ্যামল পরামানিকের বাড়ি থেকে কিছু স্বর্ণালংকার চুরি হলে আমির হামজা রাব্বিকে চুরির অভিযোগে অভিযুক্ত করে। তবে আমির হামজা রাব্বি ও তার পরিবারের দাবি আমির হামজা নির্দোষ। সে কখনোই স্বর্ণালংকার চুরির ঘটনার সাথে জড়িত নয়। তাই আমির হামজা রাব্বিকে চোর প্রমাণিত না করতে পারায় শ্যামল পরামানিক বিভিন্ন ভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। তারই পরিপ্রেক্ষিতে রাব্বিকে হত্যার উদ্দেশ্যে হাত মুখ বেঁধে অমানবিক নির্যাতন করেছে। তবে এই ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও প্রশাসনিক বা সামাজিক কোনোভাবেই আমির হামজা রাব্বির উপর অমানবিক নির্যাতনের কোন বিচার পাইনি বলে ক্ষোভ প্রকাশ করেন তার বাবা জালাল উদ্দিন। এখন ছেলেকে নির্যাতনের বিচারের দাবিতে দারেদারে ঘুরে বেড়াচ্ছেন বাবা জালাল উদ্দিন।