বটতৈল এক অজ্ঞাত মহিলার লাশ পুকুরে
কুষ্টিয়া সদর উপজেলা বাইপাস বটতৈল মোড়ে স্কুল পাড়ায় এক অজ্ঞাত মহিলার লাশ পুকুরের ভাসমান অবস্থায় দেখা যাই।
ভোরবেলাতে দেখতে পাই স্থানীয় জনগণ, তবে লাশ টার মুখ পানির দিকে থাকাই, মহিলাটাকে চিনতে পারছে না কেউ, লাশের পাশে থাকা জনগণের সঙ্গে কথা বলে – এখনো নিশ্চিত করা যায়নি মহিলাটার বাড়ি কোথায়, মহিলাটা কোন পরিবারের কিংবা কোথা থেকে এসেছে. মহিলার কি কারণে মৃত্যু হয়েছে। তা এখনো জানা যাইনি – প্রশাসনের সহায়তায় লাশটাকে উঠানোর ব্যবস্থা চলছে… এখনো তার পরিচয় জানা করা যায়নি|
Post Views: 713