গাইবান্ধা থেকে ৭২০ পিস নিষিদ্ধ Buprenorphine Injection সহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩।
মাদকের কালো থাবায় আক্রান্ত সারা বিশ্ব। মাদকের বিস্তার এখন শুধু শহরেই নয়, গ্রামেও ছড়িয়ে পড়েছে ব্যাপকভাবে। এর বিষাক্ত ছোবল শেষ করে দিচ্ছে তারুণ্যের অমিত সম্ভাবনাকে। মূল্যবোধের অবক্ষয়, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির অসামঞ্জস্যতা, এবং নানাবিধ হতাশার সুযোগ নিয়ে মাদক তার কালো হাত প্রসারিত করেছে তরুন সমাজের প্রতি।
র্যাবের চলমান মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় অদ্য ৩০/০৯/২০২৪ তারিখ আনুমানিক দুপুর ০২.৪৫ ঘটিকার সময় র্যাব-১৩, সিপিসি-০৩, গাইবান্ধা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাধীন বগুড়া-রংপুরগামী মহাসড়কের উপর ধৃত আসামীর ব্যাগ তল্লাশী করে ৭২০ পিস নিষিদ্ধ Buprenorphine Injection সহ মাদক ব্যবসায়ী মোঃ মাহবুব আলম (৫৪), পিতা-গিয়াস উদ্দিন মুন্সি, গ্রাম-রায়ভাগ, থানা-হাকিমপুর,জেলা-দিনাজপুরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানায় র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করেছে এবং আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।