এস এস কনক :
কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর পাড় থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির এক হাত ভাঙা ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী রেলপথের কুমারখালীর চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার লোহার রেলসেতুর নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
কুমারখালী থানার উপপরিদর্শক বিপ্লব বিশ্বাস লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় এলাকাবাসী জানান রেলসেতুর নিচে সকালে মরদেহটি দেখে পুলিশে খবর দেওয়া হয়। আমার ধারণা, ওই ব্যক্তিটি ট্রেনের যাত্রী ছিলেন। ট্রেন থেকে পরে এ ঘটনা ঘটেছে।
কুমারখালী থানা পুলিশ সূত্রে জানা যায় খবর পেয়ে ৪৫-৫০ বছর বয়সি এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। । মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত