সুজন মাহমুদ(গাংনী প্রতিনিধি)
মেহেরপুর গাংনী উপজেলায় কাথুলী মোড়ে অবস্থিত সুনামধন্য স্বাস্থ্য সেবা কেন্দ্র ডক্টর`স পয়েন্ট কনসালটেশন সেন্টার আগামীকাল বুধবার ২৫ ডিসেম্বর বার্ষিক বনভোজন উপলক্ষে সকল কর্যক্রম বন্ধ থাকবে, এই তথ্য নিশ্চিত করেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার মশিউর রহমান। মশিউর রহমান জানান,প্রতিবছর ন্যায় ডক্টর`স পয়েন্ট কনসালটেশন সেন্টারের পক্ষ হতে সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে বনভোজনের আয়োজন করে থাকে তাই এই বছরেও কতৃপক্ষ ২৫ ডিসেম্বর বুধবার বার্ষিক বনভোজনের দিন ধার্য্য করেন।
ইতিমধ্যে বনভোজন উপলক্ষে সকল প্রস্তুতি শেষ রাত পোহালে পিকনিক স্পষ্টে রওনা হবেন। সকলের মতামত নিয়ে এবারের পিকনিক স্পষ্ট নির্বাচন করা হয়। তাই এবারের পিকনিক স্পষ্ট কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রাম। এই গ্রাম এখন ইউটিউব ভিলেজ নামে পরিচিত। কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে অবস্থিত ইউটিউব ভিলেজ পার্ক। বার্ষিক বনভোজনের উদ্দেশ্যে প্রতিষ্ঠান হতে সকাল ০৮:৩০ মিনিটে ১টি বাসযোগে রওনা হবে। পিকনিক স্পষ্টে পৌছায়ে আনন্দ বিনোদন শেষে একই দিনে সন্ধ্যা নাগাদ গাংনী পৌছাবে।
আগামীকাল বুধবার বার্ষিক বনভোজন উপলক্ষে ডক্টর`স পয়েন্ট কনসালটেশন সেন্টার বন্ধ থাকায় কতৃপক্ষ আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করেন। পরের দিন বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর হতে ডক্টর`স পয়েন্ট এর সকল কার্যক্রম চলমান থাকবে।