মোহাম্মদ সুমন আলী
স্টাফ রিপোর্টার
কবরস্থান থেকে লাশ চুরির ঘটনা আমরা প্রায়ই শুনে থাকি , কিন্তু এবার এক ভিন্ন ধরনের চুরির ঘটনা ঘটেছে কবরস্থান থেকে, জানাযায় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার প্রাগপুর গ্রামের সবচেয়ে বড় কবরস্থান, প্রাগপুর গোরস্থান থেকে চোরের ঘটনা ঘটেছে, জানা গেছে প্রাগগপুর গোরস্থানের দান বাক্স ভেঙ্গে দানবাক্সের টাকা পয়সা, প্রাগপুর গোরস্থানের নিজস্ব একটি ঘর থেকে ঘরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে কবরস্থানের নিজস্ব মাইক, কবর খননের সরঞ্জামাদি যেমন কোদাল খুন্তি গামলা, এবং কবরস্থানের ল্যাম্পপোস্টে ব্যবহৃত তার চুরি করে নিয়ে যাই চোর চক্রের একটি দল, এই ঘটনাটি ৫ই ডিসেম্বর ২০২৪ তারিখ দিবাগত রাত্রে ঘটে, এ ঘটনা নিয়ে কবরস্থান কমিটির সহ এলাকাবাসী তীব্র নিন্দা জানিয়েছেন, মানুষের মানসিকতা কত নিম্নস্তরে পৌঁছলে এমন ঘটনা ঘটাতে পারে, প্রাগপুর গোরস্তান।।।
আমাদের ঐতিহ্যবাহী প্রাগপুর গোরস্তান। এখানে গ্রামের সকল শ্রেণির মানুষের সহযোগিতা রয়েছে। আমাদের গ্রামের ধর্মীয় প্রতিষ্ঠান গুলো এলাকাবাসীর সম্মিলিত সহযোগিতার মাধ্যমে চলে। যেখানে নেই কোনো বিভেদ বিভাজন। গোরস্তানের পরিবেশ বেশ সাজানো গোছানো।
গোরস্তানের ইতিহাসে কোনো প্রকার দুর্ঘটনা এযাবতকাল ঘটেনি কিন্তু দুঃখজনক হলেও সত্য গতরাতে গোরস্তানের দানবাক্স ভেঙে টাকা পয়সা, বিদ্যুৎ লাইন এর তার, সিলিং ফ্যান, কবর খননের মালামল এবং মাইক চুরি হয়ে গেছে। বিষয়টি গ্রামবাসীকে অত্যন্ত ব্যথিত করেছে এবং সত্যিই আমরা চরম মর্মাহত। এমতাবস্থায় আমরা সকলে মিলে যদি চোখ কান খোলা রাখি তাহলে চোর ধরতে বেশি সময় লাগবে না। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো আমার সন্দেহজনক প্রতিবেশির উপর খেয়াল রাখা এবং গ্রামের কেউ কোথাও পুরানো তার মালামাল গুলো অন্যত্র স্থানান্তর কিংবা বিক্রি করছে কি না সেদিকে সজাগ দৃষ্টি রাখব ইনশাআল্লাহ।
আজ গোরস্তানে চুরি করেছে আগামীকাল হয়তো মসজিদে তারপর এভাবে অন্য প্রতিষ্ঠান কিংবা বাড়িতে এই চুরির ঘটনা ঘটতে পারে এজন্য এখনই আমাদের সচেতন এবং সতর্কতা অবলম্বন করতে হবে। এলাকাবাসীর সকল কে সজাগ থেকে এই চোরদের ধরতে সহযোগিতা কামনা করছি এরপর কর্তৃপক্ষের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আল্লাহ আমাদের হেফাজত করেন। সকল দুস্কৃতিকারীদের জন্য আল্লাহর নিকট হেদায়েত কামনা করছি।
https://bikelife.tv/