পুনাকের উদ্যোগে খাগড়াছড়ি পার্বত্য জেলায় নারী পুলিশ সদস্যদের নিয়ে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন।
"নারীর সম-অধিকার, সম-সুযোগ
এগিয়ে নিতে হোক বিনিয়োগ"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ লাইন্সে পুনাকের উদ্যোগে নারী পুলিশ সদস্যদের জন্য সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
১৮ নভেম্বর (সোমবার) ২০২৪খ্রি. খাগড়াছড়ি পুলিশ লাইন্স মাঠে সেলাই মেশিন প্রশিক্ষণ কর্মশালার সভাপতিত্ব করেন জনাব জান্নাতুল ফেরদৌস তুলি, সভানেত্রী, পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক), খাগড়াছড়ি পার্বত্য জেলা। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় আরো উপস্থিত ছিলেন জনাব জেসমিন আক্তার, সাধারণ সম্পাদিকা এবং জনাব কাজী কামরুন্নাহার লাইলী, পুলিশ পরিদর্শক (নিঃ), যুগ্ম সাধারণ সম্পাদিকা (পুনাক), খাগড়াছড়ি পার্বত্য জেলা।
নারী পুলিশ সদস্যদের নিয়ে উক্ত প্রশিক্ষণের ব্যবস্থা অত্যন্ত প্রশংসনীয়। এই প্রশিক্ষণ নারী পুলিশ সদস্যদের জন্য চলমান থাকবে। খাগড়াছড়িতে নারী পুলিশ সদস্যদের জন্য এরূপ প্রশিক্ষণের উদ্যোগে, প্রশিক্ষণার্থীরা পুনাক সভানেত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত