প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ৭:১৭ অপরাহ্ণ
আকাশ জুড়ে মিটিমিটি তারা

মাহমুদুল হাসান শান্ত
আকাশ জুড়ে মিটিমিটি তারা,
চাঁদের সাথে খেলে তারা সারা,
আলোর পথে ছড়ায় ছটা,
রাতের আঁধার আলোকিত সাঁঝটা।
মিটিমিটি আলোয় হাসে সবাই,
মায়ার ছোঁয়ায় ভরে রয়,
তারা যেন প্রহরী নীরব,
রাতকে সাজায় মধুর প্রেমে রূপ।
চাঁদের পাশে ছোট্ট তারা,
জোছনার তালে গায় সুরে সারা,
তাদের আলোয় মন ভরে যায়,
স্বপ্নে মাখা এ রাত যেন রয়।
আকাশ তলে জাগে স্নিগ্ধতা,
মনের কোণে থাকে খুশির কথা,
মিটিমিটি তারা আলোয় ভরে,
এই রাত যেন হৃদয়ে জ্বলে।

প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৫ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত