
কৃষকের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আগামী ২৪ শে ডিসেম্বর রোজ মঙ্গলবার ২০২৪ সকাল টায় ঝিনাইদহ পায়রার চত্বরে অনুষ্ঠিত হবে জাতীয় কৃষক খেতমজুর সমিতির কৃষক সমাবেশ ও সম্মেলন। ১০ই নভেম্বর রোজ রবিবার ঝিনাইদহ জেলা জাতীয় কৃষক খেত মজুর সমিতির জেলা কমিটির বৈঠকে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা কমিটির বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিল বাংলাদেশ জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির সংগ্রামী সভাপতি কৃষক নেতা কমরেড আব্দুস সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিল বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির বিকল্প সদস্য ও ঝিনাইদহ জেলার সম্পাদক কমরেড সাহিদুল এনাম পল্লব। উপস্থিত ছিল কৃষক নেতা মিজানুর রহমান , মতিয়ার রহমান, অতুল বিশ্বাস, মান্নূ সোনা মিয়া প্রমুখ।
প্রধান অতিথি বলেন, দেশের খাদ্যদ্রব্যের যোগান দেয় কৃষক কিন্তু রাষ্ট্রের কাছে সেই কৃষকের কোন মর্যাদা নেই। সেই কৃষক যখন কর্মহীন হয়ে পড়ে তখন তার জন্য নেই বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, নেই তার অবসর কোন ভাতা। দেশে কৃষকের জন্য যে বীজ সরবরাহ করা হয় তার কৃষকের নিকট সঠিক সময় পৌছায় না। যখন পৌঁছায় তখন আর ওই বীজ কৃষকের কোন কাজে লাগে না। ই ব্যাপারে বাংলাদেশের বিএডিসির বীজ কোম্পানিগুলোর সাথে বিশেষ চুক্তি আছে যে সরকারি বীজ দেরিতে সরবরাহ যাহাতে কোম্পানির মালিকেরা বীজের ব্যবসা লাভজনকভাবে করতে পারে। কৃষি বিভাগের এই দুর্নীতি রোধ করে কৃষকদের মাঝে সঠিক কৃষি বীজ সরবরাহ এবং কৃষকদের সরকারি কর্মচারীদের মত অবসর ভাতা প্রদান সহ বিনামূল্যের সরকারি খরচের কৃষকের চিকিৎসার দাবি জানান ।
কৃষক সভায় বিশেষ অতিথি বলেন ঝিনাইদহে কৃষকের উৎপাদিত পণ্য স্বল্পমূল্যে দেশের অন্যত্র পাঠানোর জন্য ঝিনাইদহ শহরের উপর দিয়ে রেল লাইন নির্মাণের দাবি জানান।