কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার খালি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক মামলায় পাঁচ বছরের সশ্রম কারাদন্ড ও ৫,০০০/- টাকা অর্থদন্ডপ্রাপ্ত একজন পলাতক আসামী র্যাব-১৫ কর্তৃক গ্রেফতার।
১। র্যাব-১৫, কক্সবাজার দায়িত্বপূর্ণ এলাকায় হত্যা, ধর্ষণ, অপহরণ, অস্ত্রধারী সন্ত্রাসী, ডাকাতি, চুরি-ছিনতাই, বিভিন্ন মামলার এজাহারভুক্ত/গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী গ্রেফতার এবং মাদকসহ সমাজে বিরাজমান বিভিন্ন অপরাধ নির্মূলের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। এরই ধারাবাহিকতায়, সিএমপি বাকলিয়া থানার মামলা নং ৪০(০২)১৮, জিআর-৮১/১৮, প্রসেস নং ৩৯৩/২৪, ধারা-১৯(১) এর ৯(খ), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ মোতাবেক গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী শাহজাহান’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-১৫, কক্সবাজার এর গোয়েন্দা তৎপরতা চলমান থাকে। বর্ণিত গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী কক্সবাজারের টেকনাফ উপজেলার খালি বাজার এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়াতে আত্মগোপনে অবস্থান করছে মর্মে তথ্য পায় র্যাব। উক্ত তথ্যের ভিত্তিতে ০৭ নভেম্বর ২০২৪ তারিখ অনুমান ১৯.৫০ ঘটিকার সময় র্যাব-১৫, সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ শাহজাহান (৩০), পিতা-মৃত আবুল হোসেন, মাতা-রহিমা বেগম, সাং-মহেশখালিয়া পাড়া, মীর কাশেমের বাড়ী, হোয়াইক্যং ইউনিয়ন, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী বর্ণিত মাদক মামলার গ্রেফতারী ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী এবং দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল। উক্ত মামলায় সে ০৫ (পাঁচ) বছরের সশ্রম কারাদন্ডসহ ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদন্ডপ্রাপ্ত সাজা পরোয়ানাভুক্ত আসামী।
৩। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
----ধন্যবাদ----
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত