র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়ার অভিযানে কুষ্টিয়া জেলার সদর থানাধীন আইলচারা ইউনিয়ন থেকে হত্যা চেষ্টা মামলার এজাহার নামীয় আসামি মোঃ ইমরান খান লিটু গ্রেফতার
১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
২। গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ কুষ্টিয়া জেলার সদর থানাধীন থানাপাড়া এলাকায় শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দুষ্কৃতিকারীদের দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে মোঃ আশরাফুল আলম (৩৮), পিতা-মৃত আকবর আলী, সাং-নওয়াপাড়া শিমুলিয়া, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়া গুরুত্বর রক্তাক্ত জখম হয়। এরই ধারাবাহিকতায় সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প অভিযান পরিচালনা করে অদ্য ০৪ নভেম্বর ২০২৪ তারিখ ১৮:৩০ ঘটিকার সময় উক্ত মামলার এজাহার নামীয় ২৪নং পলাতক আসামি মোঃ ইমরান খান লিটু (৩৬) সাধারন সম্পাদক আইলচারা ইউনিয়ন যুবলীগ, পিতা-মোঃ আবু তালেব, সাং-আইলচারা, থানা-কুষ্টিয়া সদর, জেলা-কুষ্টিয়াকে কুষ্টিয়া জেলার সদর থানাধীন আইলচারা বাজার হতে গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুষ্টিয়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।