ববি প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সর্বজনীন পেনশন সংক্রান্ত বিধিমালার প্রজ্ঞাপন থেকে বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুন) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ঘোষিত কর্মসূচি হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাদিম মল্লিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ, সাবেক সাধারণ সম্পাদক ফাতেমা মমতাজ মলি, সহ-সভাপতি মো. আতিকুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহ সভাপতি ও বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে বার বার ভুল বুঝিয়ে একটি চক্র অশান্তির পায়তারা করে তারই একটি ধারবাহিকতার অংশ এই প্রজ্ঞাপন। আমি আশা করি মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই এ ব্যাপারে আমাদের ওপর ন্যায় বিচার করবেন।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত