নাটোর ডিবির অভিযানে ছিনতাইকৃত মোবাইল অটোরিকশা ও চক্রের ০৪ সদস্য গ্রেফতার। নাটোর ডিবির অভিযানে ছিনতাইকৃত অটোরিকশা ও মোবাইল উদ্ধারপূর্বক ছিনতাই চক্রের ০৪ সদস্য গ্রেফতার।
প্রতিবন্ধী অটোচালক নাটোর থানাধীন স্টেশন বাজার থেকে ০৩ জন অজ্ঞাত যাত্রী নিয়ে তেবাড়িয়া আখেরের মোড়ে ফাকা জায়গায় পৌছালে উক্ত ০৩ যাত্রী অটোচালকের মুখ গামছা দিয়ে বেধে মারপিট করে তার ০৪ ব্যাটারীযুক্ত কালো রংয়ের অটোগাড়ী ও ০১টি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়।
উক্ত ঘটনায় পুলিশ সুপার নাটোর মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় নাটোর ডিবি কর্তৃক একটি চৌকস টিম আইসিটি'র সহায়তায় অভিযান পরিচালনা করে নাটোর শহর এলাকা হতে ছিনতাই যাওয়া মোবাইল ফোন উদ্ধার পূর্বক উক্ত ছিনতাই চক্রের প্রধান ও মূল আসামি ০১। অনিমেষ কুমার দাস @উত্তম(৩০) নাটোর থানাধীন কান্দিভিটা এলাকায় গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে বড়াইগ্রাম থানাধীন মেরীগাছা এলাকা হতে অপর আসামী ০৩। শাহিন প্রামানিক (২৬)কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে পাবনা জেলার চাটমোহর থানাধীন ধুরইল গ্রামে অভিযান পরিচালনা করে ০৪। মোঃ রাজু হোসেন (২২),সাং-ধুরইল, থানা-চাটমোহর, জেলা-পাবনাকে গ্রেফতার করা হয় এবং তার প্রদানকৃত তথ্য মতে ছিনতাইকৃত অটোগাড়ীটি চাটমোহর থানাধীন জিরোপয়েন্ট বালুরচর নামকস্থান হতে উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামীদের তথ্য মতে ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামী ০২। সূর্য ইসলাম(২৫) সাং-কান্দিভিটা, উভয় থানা-নাটোর-কে ২৪/০৫/২০২৪ তারিখ নাটোর থানাধীন মল্লিকহাটী এলাকা হতে গ্রেফতার করা হয়। ঘটনার সাথে জড়িত ০১জন আসামী পলাতক রয়েছে। পলাতক আসামীকে গ্রেফতার অভিযান অব্যহত আছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত