নড়াইল ডিবি কর্তৃক ৩৩০ গ্রাম গাঁজা সহ ০১জন গ্রেফতার মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ মানিক মোল্যা (৪৫) নামের ০১জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে
নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ। গ্রেফতারকৃত মোঃ মানিক মোল্যা (৪৫) নড়াইল জেলার কালিয়া থানাধীন খড়রিয়া মোল্লাপাড়া গ্রামের মৃত রতন আহমেদ মোল্যার ছেলে। অদ্য ২৪ মে'২৪ বিকাল ১৬ঃ৩০ ঘটিকার দিকে নড়াইল জেলার কালিয়া থানাধীন খড়রিযা মোল্লাপাড়া গ্রামের ধৃত আসামি জনৈক মোঃ মানিক মোল্যা (৪৫) এর বসতঘরের পশ্চিম পাশে মুরগির ঘরের সামনে হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ জনাব মোঃ ছাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ ফারুক হোসেন, এএসআই(নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ মানিক মোল্যা (৪৫) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য ৩৩০(তিনশত ত্রিশ) গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ সংক্রান্তে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মামলা পরবর্তী আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাঃ মেহেদী হাসান মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত