নাটোর বিরোধী অভিযান ১,০৮০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার (০৩ জন) গ্রেফতার
জেলা গোয়েন্দা শাখা, নাটোর। ডিবি (ডিটেক্টিভ ব্রাঞ্চ) নাটোর, সমগ্র নাটোর জেলা ব্যপী কাজ করে থাকে। জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা যেমন- খুন, ডাকাতি, ছিনতাই, সংঘবদ্ধ চক্র সহ বিভিন্ন ধরনের রহস্যজনক ঘটনা নিয়ে কাজ করে থাকে। এছাড়া অগ্রীম গোয়েন্দা তথ্যের ভিক্তিতে অবৈধ অন্ত্র, গোলাবারুদ, মাদক, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপদের বিরুদ্ধে অভিযান পরিচালানা করে জেলার আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পুলিশ সুপার, নাটোর মহোদয়ের সার্বিক দিক- নির্দেশনায় নাটোর জেলা ডিবির একটি আভিযানিক দল ১৯ মে ২০২৪ খ্রিঃ তারিখ সকাল ১১:৩০ ঘটিকায় সিংড়া থানাধীন ইটালী ইউনিয়নের অন্তর্গত রাতাল শালিকাপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামী ১। জিতেন্দ্রনাথ উরাও (৪৫), ২। শ্রী নারদ উরাও (৩২), ৩। সুরেশ উরাও (৬৫), সর্ব সাং-রাতাল শালিকাপাড়া, থানা-সিংড়া, জেলা-নাটোরগন’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ১,০৮০ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
একজন পুলিশ বাহিনী সে যেখানেই থাকুক না কেন, মানুষ যদি কোন বিপদে পড়ে তাহলে তারা সেখানে উপস্থিত হয়ে যায়। সব পুলিশদের পোশাক থাকে একরকম যাতে বুঝা যায় তারা পুলিশ বাহিনীর সেনা। আমাদের মাঝে এমন অনেক মানুষ রয়েছে যারা পুলিশকে ভয় পায়। পুলিশকে ভয় পাওয়ার কিছু নেই যদি কোন অপরাধ দেখেন তাহলে পুলিশকে খবর দেন।