মানুষ মূলত জীবনের গল্প পছন্দ করে
অভিনেত্রী তাসনিয়া ফারিণ। নাটক, ওয়েব সিরিজ, সিনেমা—তিন মাধ্যমেই সমানতালে কাজ করছেন তিনি। সম্প্রতি কাজসহ নানা বিষয় নিয়ে কথা বলেছেন দেশের একটি গণমাধ্যমের সঙ্গে। সেখানে জানিয়েছেন, মানুষ মূলত জীবনের গল্প পছন্দ করে।
তাসনিয়া ফারিন ৩০ জানুয়ারি, ১৯৯৭ ইংরেজি সালে খুলনা বিভাগের মেহেরপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মোঃ জামিলুর রহমান এবং মায়ের নাম সৈয়দা শারমিন। অভিনয় জগতে আসার পেছনে তার মায়ের অবদান অনস্বীকার্য। মূলত মায়ের ইচ্ছাতেই ফারিন অভিনয় জগতে নাম লেখান। তার অভিনয় জগতে অভিষেক হয় ২০১৭ সালে। নাটকটি (টেলিফ্লিম) ছিল শাফায়েত মনসুর রানা পরিচালিত আমরা আবার ফিরবো কবে। এখানে ফারিনের বিপরীতে সহ অভিনেতা ছিলেন জন কবির। অভিষেকে ফারিনের চমৎকার অভিনয়ের দরুন তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
২০১৮ সালে তিনি তৎকালীন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার সাথে বিকাশের একটি বিজ্ঞাপনে কাজ করেন। এরপর তার পরিচিতি এবং জনপ্রিয়তা বেশ বেড়ে যায়। তাসনিয়া ফারিনের ঝুলিতে চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কারসহ বেশ কিছু পুরস্কার রয়েছে। তাসনিয়া ফারিণ বলেন, সব সময়ই আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের মানুষ নিজেদের গল্প দেখতে চায়। আমরা দক্ষিণ ভারতের যে সিনেমা দেখি, সেখানে কিন্তু তারা তাদের শেকড় ও সংস্কৃতির কথা বলে। আর এটা করেই তারা অনেক উন্নতি করে ফেলেছে। আমাদের এখানেও যেসব কনটেন্টে নিজেদের গল্প বলা হয়েছে, সেগুলোও হিট করেছে।
‘মানুষ মূলত জীবনের গল্প পছন্দ করে’ এ সময় ঐতিহাসিক প্রেক্ষাপটের সিরিজে যে কোনো অভিনয়শিল্পীই যুক্ত হতে চান বলে মন্তব্য করেন এই অভিনেত্রী। অন্তরঙ্গ দৃশ্য নিয়ে মুখ খুললেন তামান্না তিনি বলেন, আমাদের ইতিহাস এত সমৃদ্ধ, চাইলেই দারুণ দারুণ সব সিরিজ করা যায়। কেন হচ্ছে না, সেটা আসলে বলতে পারব না। ‘মানুষ মূলত জীবনের গল্প পছন্দ করে’ প্রসঙ্গত, আগামী ২৪ মে তাসনিয়া ফারিণ অভিনীত ‘ফাতিমা’ সিনেমাটি মুক্তি পাবে। ধ্রুব হাসান পরিচালিত এই সিনেমায় ফারিণ ছাড়াও পান্থ কানাই, তারিক আনাম খান, ইয়াশ রোহান, শাহেদ আলী সুজন প্রমুখ অভিনয় করেছেন।