উপ-পুলিশ কমিশনার (ডিবি) মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, ১৭/০৫/২০২৪খ্রিঃ অনুমান ১৭.৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি কোতোয়ালী মডেল থানাধীন তালতলা সাকিনস্থ নন্দিতা সিনেমা হলের সম্মুখে জুয়ার বোর্ডে অভিযান পরিচালনা করে ১। শাহিন আহমদ(৩২),পিতা- মৃত রফিকুল ইসলাম, বাসা শামীমাবাদ বকুল মিয়ার কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ২। জিল্লুর রহমান(৩৮), পিতা- মৃত আঃ জলিল, সাং-নোয়াগাওঁ, থানা-বিশ্বনাথ, জেলা- সিলেট, ৩। তামিম আহমদ(৩৪),পিতা- লাভলু আহমদ, বাসা নং-৩৫ সোনারবাংলা আবাসিক এলাকা, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৪। সাজু আহমদ(৩৫), পিতা- মৃত নুর উদ্দিন, সাং-ভাতালিয়া, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৫। কামরুল ইসলাম(৩৭), পিতা-হাজী মুকবুল আলী, সাং-বরইকান্দি, থানা-দক্ষিন সুরমা, জেলা-সিলেট, ৬। দুলাল মিয়া(৩৪), পিতা-চান্দালী, সাং-দশঘর, থানা-বিশ্বনাথ, জেলা-সিলেট, ৭।আলাউদ্দিন(৪০), পিতা-মৃত আব্দুস সাত্তার, সাং-বাগবাড়ী এতিম স্বুল রোড, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৮।রুবেল হোসেন (২৬), পিতা-আজিজুর রহমান, সাং-বাগবাড়ী এতিম স্কুল রোড, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট, ৯। বদরুল ইসলাম(৫০), পিতা-মৃত আমানউল্লাহ, বাসা নং-৮৮ ভাতালিয়া, থানা-কোতোয়ালী, জেলা-সিলেটদের গ্রেফতার করেন। এসএমপি কোতোয়ালী মডেল থানার নন এফআইআর প্রক্রিয়াধীন, ধারা- সিলেট মহানগরী পুলিশ আইন, ২০০৯ এর ৯৫, পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।