প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৩:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৪, ১১:৩২ অপরাহ্ণ
কুড়িগ্রামে ২য় ধাপের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরেপক্ষ করতে সপ্তাহব্যাপী চলছে পুলিশের নিরিবিচ্ছিন্ন ডমিনিশেন পেট্রলিং ও পুলিশিং
কুড়িগ্রামে ২য় ধাপের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরেপক্ষ করতে সপ্তাহব্যাপী চলছে পুলিশের নিরিবিচ্ছিন্ন ডমিনিশেন পেট্রলিং ও পুলিশিং
কুড়িগ্রামের সম্মানিত নাগরিকদের নিরাপত্তায় ও আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ এর ২য় ধাপের নির্বাচন উপলক্ষ্যে জেলা পুলিশের নিরন্তন নানাবিধ পুলিশী কার্যক্রম চলমান।
সুস্থ, সুন্দর, নান্দনিক গতিশীল ও অগ্রসরমান কুড়িগ্রামের নাগরিক নিরাপত্তা ও একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ২য় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে কঠোর, নিরেপেক্ষ, নির্মোহ অবস্থানে থেকে সপ্তাহব্যাপী কুড়িগ্রাম সদর, উলিপুর ও রাজারহাট উপজেলায় কুড়িগ্রাম জেলা পুলিশ অব্যাহত রেখেছে নিরবিচ্ছিন্ন ডমিনিশেন প্যাট্রলিং ও পুলিশিং কার্যক্রম।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) এর নেতৃত্বে কুড়িগ্রাম সদরের সমন্বিত এই কার্যক্রমে বিশেযভাবে প্রশিক্ষিত একটি পুরুষ কিউআরটি, একটি নারী কিউআরটি, ডিবি'র একটি দক্ষ টিম সহ বিশেষ শাখার সদস্যবৃন্দ। সদর ও রাজারহাট উপজেলায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এ কে এম ওহিদুন্নবী, উলিপুর উপজেলায় অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মোহাম্মাদ মহিবুল ইসলাম প্রতিদিন পুলিশ ডমিনিশেন পেট্রলিং এর নেতৃত্ব দিচ্ছেন।
পুলিশের এই অপরাধ নিবারনী কার্যক্রমের প্রশংসা করছেন সাধারন ভোটাররা। অন্যদিকে পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান, ১ম ধাপের মতো আমরা ২য় ধাপেও অত্যন্ত সততা, হাড়ভাংগা পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কঠোর অবস্থানে আছি। নির্বাচনকে ঘিরে কেউ যদি সহিংসতার পায়তারা করে, সে যেই হোক তাকে আমরা প্রনিধানযোগ্য আইনের কাঠগড়ায় আনতে বদ্ধ পরিকর।
নাগরিক নিরাপত্তা ও সেবায় সেক্টরভিত্তিক রোটেশন অনুসারে পুলিশী এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত