স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
বহুল প্রত্যাশিত ঈদগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কর্মী ও জনবান্ধব নেতা মো: আবু তালেবের বিজয় সন্নিকটে।
আওয়ামী রাজনৈতিক অঙ্গনের আরেজ লড়াকু সৈনিকের নাম মো: আবু তালেব। পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকা থেকে বেড়ে ওঠা সন্তান।
তাঁর দীর্ঘ চল্লিশ বছরের রাজনৈতিক ক্যারিয়ার তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। যোগ্যতা , সততা,ন্যায়-নিষ্ঠা,রাজনৈতিক প্রজ্ঞা সর্বোপরি উচু মানসিকতা তাকে আজ ঈদগাঁও উপজেলা আওয়ামীলীগের সভাপতি পদে অধিষ্ঠিত করে।
ঈদগাঁও কলেজ পরিচালনা পরিষদের সভাপতি হয়েছেন। সেই সাথে কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগ সভাপতির দায়িত্বে ছিলেন, জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক দায়িত্বে ছিলেন। বিগত দিনে কক্সবাজার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন।
সদ্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ঈদগাঁও জনপদে যে অভাবনীয় সুষ্ঠু,নিরপেক্ষ ও চরম
প্রতিদ্বন্ধিতামূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ,তার নেপথ্যের একমাত্র কারিগর তালেব। প্রত্যেকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও এমইউপি পদে তার পছন্দের প্রার্থী ছিল। আবু তালেব অথচ সাংগঠনিক, ব্যক্তিগত শক্তির অপব্যবহার করেনি। জনগনকে তার পবিত্র ভোটাধিকার বা ব্যালটে রায় দেওয়ার পূর্ন সুযোগ করে দিয়েছে।ভোটের পরেও আজ পর্যন্ত কারচুপি বা পেশী শক্তির অপপ্রয়োগের কোন অভিযোগ পর্যন্ত উঠেনি। ঈদগাঁওবাসীকে গনতান্ত্রিক ভোটাধিকা প্রয়োগের এই সুবর্ন সুযোগ প্রদানের অন্যতম কৃতিত্ব রাজপথের সৈনিকের নাম আবু তালেব।
ঈদগাঁওর ইতিহাসে সাম্প্রতিককালে এটি বিরল ঘটনা।
এটি তাঁর রাজনৈতিক প্রজ্ঞা ও জনগনের প্রতি অপরিসীম শ্রদ্ধা,ভালবাসা ও আস্থার প্রতীক।এমনি একজন নিস্বার্থ জনদরদী নেতাকে অবহেলিত জনপদের আগামীদিনে অভিভাবক হিসেবে উপজেলার মত জনগুরুত্বপূর্ন দায়িত্বে বসার সুযোগ করে দেয়া দেশপ্রেমিক সকলের উচিত হবে বলে মনে করছি।
নবগঠিত " ঈদগাঁও উপজেলা'র পূর্ন বাস্তবায়ন ও সম্পূর্ন নতুন ভাবে প্রাণের জনপদ ঈদগাঁওকে ঢেলে সাজাতে মো: আবু তালেবের মতই যোগ্য নেতার বিকল্প নেই। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কোন দলীয় নেতাকর্মী বা ভিন্ন দলের নেতাদের প্রতিও অসম্মান সূচক কথা বলেননি।
কারো মনে কষ্টদায়ক আঘাত করেননি। সবার সাথে হাসিমুখে চলায় হচ্ছে তার একমাত্র সম্বল।
ঈদগাঁও উপজেলাধীন টেলিফোন প্রতীকে তাঁর নির্বাচনী প্রচার প্রচারণায় জনতার স্রোত লক্ষণীয়। সবাই ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়ে সকলেই এক একটি আবু তালেব হয়ে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনায় মেতে উঠি। সুন্দর ঈদগাঁও সাজাতে সকলের সহযোগিতা একান্তই প্রয়োজন।
কঠিন সময়ে রাজপথে টিকে থাকা আবু তালেব দৃঢচিত্তে আর সাহসীকতার এগিয়ে যান।জনগনের ভোটাধিকার প্রতিষ্ঠা করে আপনি তাদের যে সম্মান দিয়েছেন, অচিরেই জনগন তার বদলা দিতে প্রস্তুতি নিচ্ছে আগামী দিনেই।
আপনার সেই দীর্ঘ তিন যুগের রাজপথের শ্রম, ত্যাগ আর তিতিক্ষার সুফল হাতছানী দিচ্ছেন।চেয়ারম্যান পদপ্রার্থী আবু তালেবের
বিজয় সন্নিকটে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত