এম আবু হেনা সাগর, ঈদগাঁও
জেলার অনন্য শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হয়েছেন।
ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক খুরশীদুল জান্নাত জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ শ্রেষ্ট প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন।
৩০ এপ্রিল কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা,সভাপতি জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন কমিটি ফারজানা রহমান এবং সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সদস্য সচিব জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন কমিটি মোহাম্মদ ইসমাইল স্বাক্ষরিত এক তথ্য নিশ্চিত হওয়া যায়।
এদিকে সুযোগ্য এ নারী শিক্ষিকা শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় মহাখুশিতে উৎফুল্ল হন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীসহ শুভাকাঙ্খীরা। অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন সরকারী নিবন্ধন প্রাপ্ত সামাজিক সংগঠন ঈদগাঁও যুব ঐক্য পরিবারের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে খুরশীদুল জন্নাত যোগদানের পর থেকে প্রতিষ্ঠানে ব্যাপক অবদান রেখেছেন।
শিক্ষা প্রতিষ্ঠানে লাইব্রেরী, হলরুম, প্রবেশ পথে দৃষ্টিনন্দন ফুলবাগানসহ প্রায় প্রতিটি ক্ষেত্রেই নিজের মতো করে গড়ে তুলেছেন। এ শিক্ষিকার হাত ধরে ঈদগাহ্ আদর্শ উচ্চ বিদ্যালয় লেখা পড়ার মান অনেক ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন।