প্রেস বিজ্ঞপ্তি
মাদ্রাসা থেকে বাড়ির ফেরার পথে কক্সবাজারের টেকনাফ থানাধীন নয়াপাড়া শাল বাগান এলাকা হতে অপহরণের শিকার মাদ্রাসা পড়ুয়া তৃতীয় শ্রেণীর ছাত্র মোঃ সাইফ র্যাব-১৫ কর্তৃক উদ্ধার; অপহরণ চক্রের মূলহোতাসহ পাঁচজন গ্রেফতার
১। র্যাব ফোর্সেস প্রতিষ্ঠালগ্ন থেকে পেশাদারিত্ব, দক্ষতা ও নিষ্ঠার সাথে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনমানুষের নিরাপত্তা বিধান ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রশংসীয় ভূমিকা পালন করে আসছে। আইন-শৃঙ্খলা রক্ষায় জনগণের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে র্যাব মাদক, অস্ত্র, জঙ্গিসহ বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে ইতোমধ্যে জনমনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। র্যাব-১৫ দায়িত্বাধীন এলাকায় অপহরণ, শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্রধারী সন্ত্রাসী, বিভিন্ন চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উন্মোচন, জঙ্গি, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় দীর্ঘদিনের পলাতক আসামীদের আইনের আওতায় আনতে নিয়মিত গোয়েন্দা নজরদারীর পাশাপাশি সফল অভিযান পরিচালনা করে আসছে।
২। গত ২৮ এপ্রিল ২০২৪ তারিখ কক্সবাজার টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া নয়াপাড়া শাল বাগান রাস্তার মাথা থেকে জাদিমুড়ার রহমানিয়া হোসাইনিয়া মাদ্রাসা নূরানী বিভাগের তৃতীয় শ্রেণীর ছাত্র মোঃ সাইফ (৯) নামে এক শিক্ষার্থী অপহরণের শিকার হয়। অপহৃত ভিকটিম প্রতিদিনের মত মাদ্রাসা ছুটি হয়ে রাত হলেও বাড়ি না ফেরায় বাড়ির লোকজন তাকে খুঁজতে থাকে। পরবর্তীতে পরদিন সকালে একটি মোবাইল ফোন থেকে কল করে সাইফ’কে পেতে বিপুল পরিমাণ অর্থ মুক্তিপণ দাবী এবং মুক্তিপণ আদায়ের লক্ষ্যে ভিকটিমের পরিবারকে বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় ভিকটিমের মামা বাদী হয়ে টেকনাফ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং পত্র-পত্রিকায় প্রকাশ হওয়ার সাথে সাথে জনমনে ব্যাপক সমালোচনা ও ভিকটিমকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
৩। অপহরণের ঘটনাটি সম্পর্কে অবগত হওয়া মাত্রই র্যাব-১৫ ভিকটিমকে উদ্ধারসহ অপহরণ চক্রকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ৩০ এপ্রিল ২০২৪ তারিখ অনুমান ১৬.৩০ ঘটিকার সময় কক্সবাজারের টেকনাফ থানাধীন শালবাগান রোহিঙ্গা ক্যাম্প, জাদিমুড়া, দমদমিয়া এবং নাজিরপাড়া এলাকায় র্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের আভিযানিক দল অভিযান পরিচালনা করে অপহৃত ভিকটিম মোঃ সাইফ (৯), পিতা-মৃত মোহাম্মদ হোছন, সাং-জাদিমুড়া নয়াপাড়া, হ্নীলা ইউনিয়ন, টেকনাফ, কক্সবাজারকে উদ্ধার এবং অপহরণ চক্রের মূলহোতাসহ পাঁচজন গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধার করা হয় ০২টি এন্ড্রয়েড ফোন, ০২টি বাটন ফোন, ০১টি ঘড়ি এবং নগদ ৩০০/- টাকা।
৪। গ্রেফতারকৃতদের বিস্তারিত পরিচয় :
১) মোঃ সাব্বির (১৭), পিতা-নুর আলম, সাং-জাদিমুড়া, টেকনাফ, কক্সবাজার।
২) হাসান বশর (১৯) (রোহিঙ্গা), পিতা-আবুল ফয়েজ প্রকাশ মাঝি, ব্লক-এ/৫, শালবন নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্প, টেকনাফ, কক্সবাজার।
৩) মোঃ আব্দুল্লাহ (১৬), পিতা-সৈয়দ হোছন, সাং-জাদিমুড়া, টেকনাফ, কক্সবাজার।
৪) সেলিম (৪৭), পিতা-মৃত ঠান্ডা মিয়া, সাং-নাজিরপাড়া, টেকনাফ, কক্সবাজার।
৫) আক্তার কামাল (১৬), পিতা-আবুল কালাম, সাং-জাদিমুড়া, টেকনাফ, কক্সবাজার।
৫। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপহৃত ভিকটিম সাইফ’কে ঘটনার দিন টাকার প্রলোভন দেখিয়ে অপহরণ করে নিয়ে যায় মর্মে স্বীকার করে। আরো জানা যায়, গ্রেফতারকৃতরা অপহরণ ও কিশোর গ্যাং এর সদস্য। তারা স্থানীয় ও রোহিঙ্গা কম বয়সী যুবকদের ১২-১৫ জনের সমন্বয়ে একটি কিশোর তৈরী করে এবং অপহরণসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছিল। তাদের গ্যাং এর সদস্যদের কয়েকটি গ্রুপে ভাগ করে এই অপহরণ ও মুক্তিপণ আদায় কার্য সম্পাদন করে থাকে মর্মে স্বীকার করে।
৬। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের করা হয়েছে।
----ধন্যবাদ-----
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত