রাজশাহীর দামকুড়া হতে ৩৯ কেজি গাঁজাসহ ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
১। এরই ধারাবাহিকতায় সিপিএসসি, র্যাব-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ৩০ এপ্রিল ২০২৪ তারিখ সময় সকাল-১০.০০ ঘটিকায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন জোতরাবন নামক এলাকায় অপারেশন পরিচালনা করে গাঁজা-৩৯ কেজি উদ্ধার করেছে এবং আসামী ১। মোঃ আব্দুর রশিদ (৫০), পিতা-মোঃ রুস্তম আলী, সাং-জোতরাবনপুর, থানা-দামকুড়া, রাজশাহী মহানগর‘কে গ্রেফতার করে।
২। ঘটনার বিবরণে প্রকাশঃ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, রাজশাহী মহানগরীর দামকুড়া থানাধীন জোতরাবনপুর সাকিনস্থ মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ (৫০), পিতা-মোঃ রুস্তম আলী তার নিজ বসতবাড়ীতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানামাত্রই উক্ত ঘটনাস্থল মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রশিদ (৫০) এর বসতবাড়ীর চতুর্দিক ঘেরাওকালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে ০১ জন ব্যক্তিকে তার বসতবাড়ী হতে আটক করা হয় এবং অপর ০১ জন ব্যক্তি কৌশলে বাড়ীর পিছন দিয়ে পালিয়ে যায়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার বসতবাড়ীর ভিতরে লুকায়িত অবস্থায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা আছে। পরবর্তীতে র্যাবের টিম উক্ত বসতবাড়ী তল্লাশী করে উক্ত গাঁজা উদ্ধার করে।
৩। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, ধৃত আসামী এবং পলাতক ২নং আসামী তার ছেলে পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান হতে ক্রয় করে মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে।
উপরোক্ত ঘটনায় রাজশাহী মহানগরীর দামকুড়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।