প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২২, ২০২৪, ৭:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৬, ২০২৪, ১০:৩১ অপরাহ্ণ
সিরাজগঞ্জ কর্তৃক ৩০০(তিনশত) বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক কারবারি আটক
৩০০(তিনশত) বোতল ফেন্সিডিলসহ জেলা গোয়েন্দা শাখা, সিরাজগঞ্জ কর্তৃক ০২ জন মাদক কারবারি আটক ।
সিরাজগঞ্জ জেলার মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় এর তথ্য ও দিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মোঃ জুলহাজ উদ্দীন, বিপিএম (বার), পিপিএম এর নের্তৃত্বে ডিবির অফিসার ও ফোর্সসহ সিরাজগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান ও চেকপোস্ট ডিউটি করাকালে ২৬/০৪/২০২৪ খ্রিঃ ১৭.১০ ঘটিকার সময় সিরাজগঞ্জ থানাধীন ১০নং সয়দাবাদ ইউনিয়নের অন্তর্গত সদানন্দপুর গ্রামস্থ মিয়াবাড়ী মার্কেটের সামনে কড্ডার মোড় হতে সিরাজগঞ্জ শহরগামী পাকা রাস্তার উপর ধৃত মাদক কারবারি ১। মোঃ জাহাদ আলী(২৫), পিতা-মোঃ তমিজ উদ্দিন, মাতা-মোছাঃ আসেদা বেগম ও ২। মোঃ শফিক ইসলাম(২১), পিতা-মোঃ আহাদ আলী, মাতা-মোছাঃ ছবিরন বেগম, উভয় সাং-ভেন্ডাবাড়ি, ইউপি-চাপানীর হাট, থানা-ডিমলা, জেলা-নীলফামারীদ্বয়ের বহনকৃত পিকআপটি তল্লাশী চালিয়ে সর্বমোট ৩০০(তিনশত) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত