নাটোরের বাগাতিপাড়া থানাধীন বিলপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জাল ও জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর ভূয়া নিয়োগপত্র প্রদান ও অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে ০১ জন প্রতারক গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্রধারী অপরাধী, পর্নোগ্রাফি, ভেজাল পণ্য, ছিনতাইকারী, মাদকসেবী, অপহরণ ও ধর্ষণসহ মানব পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় সিপিসি-২, নাটোর ক্যাম্প, র্যাব-৫, রাজশাহীর একটি অপারেশন দল ২৫ এপ্রিল ২০২৪ তারিখে অভিযোগকারী মোঃ মোকতার হোসাইন (৪২), পিতা-মৃত শামসুর রহমান ও মোঃ দুলাল হোসেন (৩৪), পিতা-মৃত আনসার আলী, উভয় সাং-শ্রীকোল চরপাড়া, থানা-আতাইকুলা, জেলা-পাবনাদ্বয়ের অভিযোগের ভিত্তিতে সিপিসি-২ নাটোর র্যাব ক্যাম্প, র্যাব-৫, রাজশাহী এর একটি আভিযানিক দল নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন বিলপাড়া গ্রামস্থ এলাকা অভিযান পরিচালনা করে ০৩:৩০ ঘটিকায় প্রতারক মোঃ আনোয়ার হোসেন (২৯), পিতা-মোঃ ইব্রাহিম হোসেন, সাং-বিলপাড়া, থানা-বাগাতিপাড়া, জেলা-নাটোরকে গ্রেফতার করে ও স্থানীয় স্বাক্ষীগণের উপস্থিতিতে (১) ভূয়া নিয়োগপত্র-০২টি, (২) অন্যান্য কাগজপত্র-০৫ টিসহ উদ্ধার করেন।
ভূক্তভোগীদ্বয়ের অভিযোগ সূত্রে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ আনোয়ার হোসেন কৌশলে চাকুরী প্রত্যাশী উপরোক্ত ভূক্তভোগীদের বাংলাদেশ সেনাবাহিনীতে “অফিস সহায়ক ও ড্রাইভিং ট্রেড” পদে চাকুরিতে নিয়োগের প্রলোভন দেখিয়ে মোঃ মোকতার হোসাইন এর নিকট হতে ৬,২৯,০০০/- ও মোঃ দুলাল হোসেন এর নিকট হতে ৭,০৫,০০০/- প্রতারক মোঃ আনোয়ার হোসেন হাতিয়ে নিয়ে ভূয়া নিয়োগপত্র প্রদান করে এবং ইং ২৬/১১/২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় কাদিরাবাদ সেনানিবাসে উপস্থিত থাকার জন্য বলেন। পরবর্তীতে ইং ২৫/১১/২০২৩ তারিখ আসামী ভূক্তভোগীদ্বয়কে জানায় যে, চাকুরীতে নিয়োগের তারিখ পরিবর্তন হয়েছে এবং পরবর্তী তারিখ ১৭/০১/২০২৪। ভূক্তভোগীদ্বয় ইং ১৬/০১/২০২৪ তারিখ আসামীর সাথে যোগাযোগ করলে আসামীর ফোন বন্ধ পায়। ভূক্তভোগীদ্বয় আসামীর ফোন বন্ধ পেয়ে নিয়োগপত্র স্থানীয় লোকজনকে দেখালে বুঝতে পারে যে, উক্ত নিয়োগ পত্রগুলি ভূয়া। পরবর্তী ভূক্তভোগী মোঃ মোকতার হোসাইন (৪২) বাদী হয়ে র্যাবের সহায়তায় বাগাতিপাড়া থানায় প্রতারনা মামলা দায়ের করে।
গ্রেফতারকৃত ব্যক্তি উপস্থিত সাক্ষীগণের সম্মুখে অভিযোগের সত্যতা স্বীকার করে বলে যে, সে চাকুরী প্রত্যাশী যুবকদের চাকুরীর প্রলোভন দেখিয়ে অর্থের বিনিময়ে সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকুরী দেওয়ার কথা বলে কৌশলে প্রতারণার মাধমে কম্পিউটারে ইডিটিং করে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে সেনাবাহিনীর মনোগ্রামসহ সিল মোহর ও স্বাক্ষর ব্যবহার করে চাকুরীর ভূয়া নিয়োগপত্র তৈরী পূর্বক ভূয়া নিয়োগপত্র চাকুরী প্রত্যাশীগণের নিকট প্রদান করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে মর্মে জানায়।
পরবর্তীতে অভিযোগকারী বাদী হয়ে নাটোর জেলার বাগাতিপাড়া থানায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে প্রতারনা মামলা দায়ের করে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত