ঈদগাঁও উপজেলায় চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান পদে ১৭ জনের মনোনয়ন দাখিল
স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
নির্বাচন কমিশন ঘোষিত দ্বিতীয় ধাপের তফশিল অনুযায়ী আগামী ২১ মে কক্সবাজারের নতুন ঈদগাঁও উপজেলা পরিষদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন বরিবার পার হলো।
(২১ এপ্রিল) বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে গ্রহণ করা এ কার্যক্রমে উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।
তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের ঘোষিত দ্বিতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল রবিবার, মনোনয়নপত্র বাছাই ২৩ এপ্রিল মঙ্গলবার , রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ২৪ থেকে ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি হবে ২৭ থেকে ২৯ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৩০ এপ্রিল, প্রতীক বরাদ্দ ২ মে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ মে।
এদিকে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আবু তালেব, সাধারণ সম্পাদক ইমরুল হাসান রাশেদ, প্রবাসী আওয়ামীলীগ নেতা শামশুল আলম, জেলা বিএনপির সহ সভাপতি এম মমতাজুল ইসলাম, সেলিম আকবর, উপজেলা সেচ্ছাসেবকলীগ আহব্বায়ক নুরুল কবির ও সাংস্কৃতিক কর্মী কুতুব উদ্দিন চৌধুরী।
ভাইস চেয়ারম্যান পদে জমা দিয়েছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আহমদ করিম সিকদার, বোরহান উদ্দিন মাহমুদ, উপজেলা যুবদল নেতা আজিজুল হক রুবেল, মোহাম্মদ আরিফ মিয়া, জামায়েত নেতা মমতাজ উদ্দিন আহমদ।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন কক্সবাজার সদর উপজেলা পরিষদের বর্তমান ভাইস-চেয়ারম্যান কালিরছড়ায় পুত্রবধু হামিদা তাহের, ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আবু তাহেরের সহধর্মিনী রেহেনা আক্তার রানু, কাউসার জাহান, শাহেনা আক্তার লাকি ও মেহেনুর আক্তার পাখি।