ঈদুল ফিতরকে কেন্দ্র করে সক্রিয় ছিনতাইকারীচক্র: র্যাব-১৪ ময়মনসিংহ এর চলমান সাড়াশি অভিযানে এখন পর্যন্ত গ্রেফতার ২৩
র্যাব তার প্রতিষ্ঠালগ্ন থেকে জঙ্গি ও সন্ত্রাস, মাদক, অস্ত্র, অপহরণ, হত্যা, নারী নির্যাতন ও ধর্ষণসহ বিভিন্ন প্রকার অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারণ কর্তৃক ইতোমধ্যেই বিশেষ ভাবে প্রশংসিত হয়েছে। র্যাব-১৪ এর দায়িত্বপূর্ণ এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো জঘন্য অপরাধ দমনের লক্ষ্যে র্যাব ফোর্সেস অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেফতার করে আইনের আওতায় এনে সমাজ তথা দেশকে বাঁচাতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে*
এখানে উল্লেখ্য যে, র্যাব-১৪, ময়মনসিংহের আওতাধীন এলাকায় বিশেষ দিবসগুলিকে কেন্দ্র করে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধের প্রবনতা বেড়ে যায়। যার ফলশ্রুতিতে সাধারন জনমনে ব্যাপক ভীতির সঞ্চার করে। পবিত্র ঈদ-উল-ফিতর এবং পহেলা বৈশাখ‘কে কেন্দ্র করে ছিনতাইকারী চক্র যখন ব্যাপক হারে সক্রিয়, ঠিক তখনই র্যাব-১৪, ময়মনসিংহের সম্মানিত অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম(বার) মহোদয়ের নির্দেশে র্যাবের আভিযানিক দল ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যদের গ্রেফতারে সাড়াশি অভিযানে নামে। র্যাব-১৪, ময়মনসিংহের আওতাধীন এলাকায় মার্চ/২০২৪ খ্রি. থেকে ১৫ এপ্রিল ২০২৪ খ্রি. পর্যন্ত মোট ২৩ জন ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্যদেরকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায়, সর্বশেষ ১৫ এপ্রিল ২০২৪ খ্রি. তারিখ সময় ১৫.৩০ ঘটিকায় র্যাব-১৪, ময়মনসিংহের অপারেশনস্ অফিসার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল ময়মনসিংহ কোতোয়ালী থানাধীন ঢাকা বাইপাস এলাকায় প্রকাশ্য দিবালোকে ভয়ভীতি ও হুমকি প্রর্দশন করে ছিনতাইয়ের সময় মোঃ মমিন (২৮), পিতা-মৃত কালাম, সাং-উজান ঘাগরা, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহ‘কে হাতেনাতে ধৃত করে
বিশেষ অভিযানে ধৃত আসামীদেরকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য যথারীতি হস্তান্তর করা হয়েছে, এ ধরনের অপরাধের বিরুদ্ধে র্যাবের সাড়াশি অভিযান অব্যাহত থাকবে|
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত