রাউজান প্রতিনিধিঃ মো আবদুল লতিফ নাহিদ
কর্ণফুলী নদীর রাউজান অংশে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে এক লাখ টাকার অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ এপ্রিল) রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের লাম্বুর হাট এলাকায় অভিযান চালিয়ে রাউজান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন কর্ণফুলী নদী থেকে অবৈধ বালু উত্তোলনকারী সিন্ডিকেটের অন্যতম সদস্য প্রকাশ শীল।
রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদুয়ানুল ইসলাম বলেন, ১৫ এপ্রিল সোমবার বিকাল ৪টায় বাগোয়ান ইউনিয়নের লাম্বুরহাট এলাকায় ইজারা ব্যাতীত অবৈধভাবে বালু বিপণন করার অপরাধে পরিচালিত মোবাইল কোর্টে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১১ ধারা মোতাবেক প্রকাশ শীলকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপপূর্বক আদায় করা হয়েছে।
অভিযানে নোয়াপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ টুটন মজুমদার ও তার সঙ্গীয় ফোর্সের সহযোগিতা করেন। ইজারা গ্রহণপূর্বক বালু বিপণনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে। ইজারা ব্যাতীত বালু বিপণন করলে পরবর্তীতে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে মর্মে জানানো হয়েছে।’ উল্লেখ্য, কর্ণফুলী নদীর রাউজান অংশের অবৈধ বালু উত্তোলনকারী সিন্ডিকেটের পক্ষ থেকে ঈদের আগে বিভিন্ন মহলে চাঁদা দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়। সে অডিওতে ২৪জন সাংবাদিকের জন্য টাকা দেওয়ার কথা স্বীকার করেন দণ্ডপ্রাপ্ত প্রকাশ শীল।
রাউজান প্রেসক্লাবের সভাপতি শফিউল আলম বলেন, প্রকৃত সাংবাদিকরা কখনো চাঁদাবাজি করতে পারেনা, যে ২৪জনের কথা অডিওতে উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে আমাদের রাউজান প্রেসক্লাবের কোনো সদস্যের জড়িত নেই।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত