পহেলা বৈশাখ আমাদের জাতীয় জীবনে সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে
“বহু বর্ণিল রঙে হোক রঙিন,
নতুন বছরের প্রতিটি দিন”
আজ পহেলা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ। বাঙালির প্রাণের উৎসব “বাংলা নববর্ষ” এই উপলক্ষে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে জেলা প্রশাসন বরিশাল কর্তৃক আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এ কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব জিহাদুল কবির, বিপিএম, পিপিএম মহোদয়।
এ সময় তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতীয় জীবনে সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। এই উৎসবকে নিরাপদে, নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ ইতোমধ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট নিরাপত্তার চাদরে মুড়ে ফেলেছে। বরিশালের সম্মানিত নাগরিকবৃন্দ যাতে করে যথোপযুক্ত আড়ম্বরের সাথে দিনটি উদযাপন করতে পারে সেই উদ্দেশ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিটি সদস্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে।
এর আগে জেলা প্রশাসন বরিশালের আয়োজনে সার্কিট হাউস প্রাঙ্গন থেকে শুরু হওয়া মঙ্গল শোভাযাত্রায় তিনি অংশগ্রহণ করেন।
এ ছাড়াও মাননীয় পুলিশ কমিশনার মহোদয় উদীচী সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে সকাল ০৮ টায় বিএম স্কুল চত্বরে অনুষ্ঠিত আলোচনা আলোচনা সভা ও শহরের অন্যতম ঐতিহ্যবাহী মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল জনাব মোঃ শওকত আলী, জেলা প্রশাসক বরিশাল জনাব শহিদুল ইসলাম, সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন শিল্প ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার সর্বস্তরের জনসাধার।