ইসলামপুরকে আধুনিক মডেল ইউনিয়নে রুপান্তরের অঙ্গীকার করলেন প্রার্থীরা
এম আবু হেনা সাগর,ঈদগাঁও
কক্সবাজারের শিল্পনগরী ইসলামপুরকে শিক্ষা, দীক্ষা,স্বাস্থ্য,নাগরিক ও তথ্য প্রযুক্তি সেবায় একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরের অঙ্গীকার করলো ইউপি চেয়ারম্যান প্রার্থীরা।
শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে এক অনুষ্ঠানে উপস্থিত চেয়ারম্যান প্রার্থীরা তাদের ইশতেহার প্রকাশকালে এ ঘোষণা দেন।
ইসলামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০২৪ "একজন চেয়ারম্যান প্রার্থীর ভাবনা ও আমাদের প্রত্যাশা" শীর্ষক অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার পদ প্রার্থীরা। এতে নয়টি ওয়ার্ডের সংরক্ষিত আসন, সাধারণ আসনের মেম্বার প্রার্থীরা নিজেদের প্রতীকসহ পরিচয় তুলে ধরেন।
"আলোকিত ইসলামপুর"নামের এক সামাজিক সংগঠন ব্যতিক্রমধর্মী ও জনস্বার্থ সংশ্লিষ্ট এই অনুষ্ঠানের আয়োজন করেন।
ইসলামপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলমের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সংগঠন আহ্বায়ক কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক শাহজাহান নাজির। শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন সংগঠনের সদস্য সচিব মুহাম্মদ মুছা। নাপিতখালী খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানের সমন্বয়ক ছিলেন সাংবাদিক ইমাম খাইর। এতে চেয়ারম্যান প্রার্থীদের এলাকার সার্বিক উন্নয়ন বিষয়ে চারটি প্রশ্নের উত্তর দিতে অনুরোধ করা হয়।
জিজ্ঞাসা সমূহের মধ্যে ছিল শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্য সেবা, ক্রীড়া ও নাগরিক সেবা ( জাতীয়তা সনদ, জন্ম নিবন্ধন ও মৃত্যু সনদ ), ন্যায় বিচার প্রতিষ্ঠা,সামাজিক অবক্ষয় (মাদক,কিশোর গ্যাৎ, জুয়া ইত্যাদি) নিরসন, অবকাঠামোগত উন্নয়ন, সরকারি বরাদ্দের নীতিমালা, লবণ শিল্প ও চিংড়ি চাষের উন্নয়ন সম্পর্কে তাদের ভাবনা/ মতামত/ ভূমিকা /পরিকল্পনা ও কর্মযজ্ঞ কি?
চেয়ারম্যান প্রার্থীরা তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে এসব জিজ্ঞাসার উত্তর দেন।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে তাদের ভাবনা তুলে ধরেন মাওলানা দেলওয়ার হোছাইন, প্রকৌশলী শাহেদুল ইসলাম, হাছান আলী, আব্দুল কাদের মাস্টার ও মোহাম্মদ শরিফ। বক্তব্য দেন সংগঠন সদস্য এডভোকেট সাহাব উদ্দিন।
উল্লেখ্য যে, ইসলামপুর ইউনিয়নের উন্নয়ন নিয়ে ভাবেন এমন সচেতন ব্যক্তিবর্গের সম্মিলিত প্রচেষ্টা হচ্ছে এ সংগঠন। এদের মধ্যে রয়েছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার,শিক্ষক,সাংবাদিক, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা,আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, বিচার বিভাগীয় কর্মকর্তা সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সরকারি, বেসরকারি কর্মকর্তা ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত