একসঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন গৃহবধূ, মারা গেল সবাই
ঈদের দিন একসঙ্গে ৬ সন্তান জন্ম দিলেন গৃহবধূ, মারা গেল সবাই প্রসূতি সুমনা আক্তার
টাঙ্গাইলের সখীপুরে ঈদের দিন সুমনা আক্তার (২৬) নামে এক গৃহবধূ একসঙ্গে ৬ সন্তানের জন্ম দিয়েছেন। তবে নির্ধারিত সময়ের আগেই জন্ম নেওয়ায় শিশুগুলোকে বাঁচানো যায়নি। বৃহস্পতিবার (১১ এপ্রিল) দুপুরে মির্জাপুরের কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম হওয়ার পর শিশুগুলো মারা যায়।
প্রসূতি সুমনা আক্তার উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালমেঘা কড়ইচালা এলাকার প্রবাসী ফরহাদ মিয়ার স্ত্রী। বহুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রবাসী ফরহাদ মিয়ার মামা শাহজাহান জানান, ভাগনের স্ত্রী সুমনা প্রায় ৫ মাসের গর্ভবতী ছিল। ঈদের দিন সকালে পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করলে দ্রুত তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করা হয়। সুমনার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালের প্রসূতি বিভাগের ৭ নম্বর বেডে চিকিৎসা শুরু হয়। সেখানে চিকিৎসকরা ছয়টি সন্তানের নরমাল প্রসব করান।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত