জাগ্রত জালালাবাদের উদ্যোগে
হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
এম আবু হেনা সাগর, ঈদগাঁও
ঈদগাঁও উপজেলার অনন্য সামাজিকও অরাজনৈতিক সংগঠন জাগ্রত জালালাবাদের উদ্যোগে হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে।
জাগ্রত জালালাবাদের প্রধান উপদেষ্টা প্রফেসর কামরুল আহসান, সাবেক অধ্যক্ষ,কক্সবাজার সরকারি কলেজ ও জাগ্রত জালালাবাদের উপদেষ্টাগণ, জনপ্রতিনিধিগণের মানবিক কাজে সহায়তায় মাহে রমজান মাসে উক্তরুপ মানবিক ও সামাজিক কাজে প্রত্যক্ষ সহায়তায় সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এতে উপস্থিত ছিলেন জাগ্রত জালালাবাদ সংগঠনের চেয়ারম্যান এডভোকেট মোবারক সাঈদ, জাগ্রত জালালাবাদের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম আয়ুব,সহ সংগঠনটির গুরুত্বপূর্ণ দায়িত্বশীল ব্যক্তিগণ।
এই সময় জাগ্রত জালালাবাদের চেয়ারম্যান এড.মোবারক সাঈদ বলেন, মানবতার সেবায় হলো মুক্তির সোপান। মানবতা ও জাগ্রত জালালাবাদ এক এবং অভিন্ন। এই উদ্যানের পাশে যেসব বিত্তবানগণ সহযোগিতার হাত প্রসারিত করেছেন তাঁদেরকে জাগ্রত জালালাবাদ পরিবার শ্রদ্ধার সহিত স্মরণ রাখবে। সভাপতি আব্দুল্লাহ বলেন, জাগ্রত জালালাবাদ একটা প্লেকার্ড মাত্র। ইহার আলোতে পুরো জালালাবাদের হত-দরিদ্র মানুষকে সহায়তায় আনা হবে ধারাবাহিকতার সহিত। সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম আয়ুব বলেন, অতীতেও জাগ্রত জালালাবাদের ইতিবাচক ও মানবিক কাজের ফলে ঈদগাঁওবাসীর কাছে জাগ্রত জালালাবাদ সমাদৃত হয়েছে। ভবিষ্যতেও এহেন মানবিক কাজের মাধ্যমে জাগ্রত জালালাবাদ পরিবার সবার পাশে থাকবে বলে দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্তি করেন। অদ্য জালালাবাদের ৯ টি ওয়ার্ডে প্রায় দেড় শতাধিক পরিবারের মাঝে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ করে জাগ্রত জালালাবাদ সংগঠন মানবতার পাশে থেকেছে। ভবিষ্যতেও এই উদ্যোগ অঅব্যাহত থাকবে। সমাজের বিত্তবানদের ও এগিয়ে আসা সমীচীন। নতুবা হত দরিদ্র মানুষ অবহেলিত ও বঞ্চিত থাকবে।