গাংনীর ঢেপা গ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী ও শশুর পুলিশ হেফাজতে
সেলিম বাবু স্টাফ রিপোর্টারঃ
মেহেরপুরের গাংনীতে টুম্পা খাতুন (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার সকাল ১০ টার দিকে গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের ঢেপা গ্রামের স্কুলপাড়ায় নিজ ঘর থেকে টুম্পা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়।
টুম্পা খাতুন মেহেরপুর সদর উপজেলার দফরপুর গ্রামের পিন্টুর মেয়ে ও গাংনী উপজেলার ঢেপা গ্রামের সাঈদ হোসেনের স্ত্রী।
টুম্পার স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ছয় মাস পূর্বে সাঈদ হোসেনের সাথে টুম্পা খাতুনের বিয়ে হয়। সাঈদ পেশায় রাজমিস্ত্রী। বিয়ের পর তারা দুজনেই সংসার করে আসছিলেন।
সাঈদ হোসেনের খালা পারভীনা খাতুন বলেন, তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিলো। গতকাল ঈদের বাজার করেছে। সারাদিন রোজা পালনের পর সন্ধ্যায় পিকনিক করেছে। আর মধ্যরাতে শুনছি গলাই দঁড়ি দিয়েছে। ওদের স্বামী স্ত্রীর মধ্যে কি ছিলো আমরা কিছুই বুঝতে পারছি না।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মেহেরপুর মর্গে নেওয়া হয়েছে।
এছাড়া গৃহবধূর টুম্পা খাতুনের স্বামী ও শশুরকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।
ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।