“ডিউটিরত পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে ইফতার করলেন পুলিশ সুপার রংপুর মহোদয়”
০৬ এপ্রিল ২০২৪ খ্রিঃ রংপুর জেলার বিভিন্ন থানা এলাকায় পবিত্র ঈদু-উল-ফিতর উপলক্ষে যানজট নিরসনে মিঠাপুকুর-পীরগঞ্জ রুটে ট্রাফিক পুলিশে ডিউটিরত পুলিশ সদস্যদের মাঝে শুভেচ্ছা বিনিময়সহ তাদের সঙ্গে নিয়ে ইফতার করলেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মহোদয়।
সে সময় পুলিশ সুপার মহোদয় ডিউটিরত ট্রাফিক পুলিশ সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন, পারিবারিক খোঁজ খবর নেন এবং সবার সাথে বসে ইফতার গ্রহন করেন। যা ডিউটিরত ট্রাফিক পুলিশ সদস্যগণের মনোবল বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছে।
অপরদিকে অত্র জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ তরিকুল ইসলাম মহোদয় পাগলাপীর-তারাগঞ্জ রুটে ডিউটিরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে শুভেচ্ছা বিনিময়সহ তাদের সঙ্গে নিয়ে ইফতার করেন। তথায় ডিউটিরত পুলিশ সদস্যগণ দায়িত্ব পালনে তাদের মনোবল উজ্জীবিত হয়।
অত্র জেলার পীরগাছা থানা এলাকায় চেকপোস্ট ডিউটিরত ট্রাফিক পুলিশ সদস্যদের মাঝে শুভেচ্ছা বিনিময়সহ তাদের সঙ্গে নিয়ে ইফতার করেন জনাব মোঃ ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর। তথায় ডিউটিরত পুলিশ সদস্যগণ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহোদয়ের উপস্থিতিতে অত্যন্ত আনন্দিত।
অত্র জেলার গংগাচড়া থানা এলাকায় চেকপোস্ট ডিউটিরত ট্রাফিক পুলিশ সদস্য মাঝে শুভেচ্ছা বিনিময়সহ তাদের সঙ্গে নিয়ে ইফতার করেন জনাব হোসাইন মোহাম্মদ রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর মহোদয়।
কাউনিয়া থানা এলাকায় চেকপোস্ট ডিউটিরত ট্রাফিক পুলিশ সদস্য মাঝে শুভেচ্ছা বিনিময়সহ তাদের সঙ্গে নিয়ে ইফতার করেন জনাব মোঃ নজরুল ইসলাম , সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর মহোদয়।
বদরগঞ্জ থানা এলাকায় চেকপোস্ট ডিউটিরত ট্রাফিক পুলিশ সদস্য মাঝে শুভেচ্ছা বিনিময়সহ তাদের সঙ্গে নিয়ে ইফতার করেন জনাব মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুর মহোদয়।
গত ০৫ এপ্রিল ২০২৪ খ্রি: রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) জনাব মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম মহোদয় অত্র জেলার উপরোক্ত পুলিশ কর্মকর্তাগণসহ পুলিশ লাইন্স রংপুরের মেসে পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে নিয়ে ইফাতার করেন। সেসময় তিনি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে রংপুর জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্বের ন্যয় স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন।