জালালাবাদে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন করা হবে – চেয়ারম্যান প্রার্থী কাজল ফরাজী
স্টাফ রিপোর্টার,ঈদগাঁও
জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জনপ্রিয় নাম ফখরুদ্দিন ফরাজী কাজল বলেন- ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নে শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন করা হবে। গরীব, দু:খী আর অসহায় মানুষের পাশে থাকার স্বপ্নে চেয়ারম্যান প্রার্থীতা ঘোষণা করছি। তাদের যে সরকারী প্রাপ্য সেগুলো নিজ হাতে পৌঁছে দেওয়া এবং মাদকাসক্ত যুব সমাজকে ফিরিয়ে আনার প্রাণপণ চেষ্টা অব্যাহত রাখব।
কথায় নয, কাজে হবে পরিচয়, জনগণ পাশে থাকলে, নিশ্চিত হবে জয় এ স্লোগানকে সামনে রেখে ২৮ এপ্রিল ইউপি নির্বাচনকে কেন্দ্র করেই ভোটারদের দ্বারে দ্বারে প্রচারণাও চালাচ্ছেন।
ইউনিয়নের সর্বশ্রেণী পেশার মানুষের সুপরিচিত, জনপ্রিয় নাম দানবীর,সমাজ সেবক ফখরুদ্দীন ফারাজী কাজলের নাম পাড়া মহল্লা,চা আড্ডা সহ বিভিন্ন আলোচনায় সরগরমে। সেই সাথে উঠান বৈঠক আর ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছে। তিনি অবহেলিত মানুষের মুখে হাসি ফুটাবে আর ভাগ্য উন্নয়নে কাজ করে যাবেন বলেও বিভিন্ন স্থানে বক্তব্যে এমন শোনা গেছে।
জানা যায়,এবার জালালাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে ফখরুদ্দিন ফরাজী কাজল কে দেখতে চান আপামর জনতা। প্রার্থীর বিষয়ে ইউনিয়নের বিভিন্ন স্থানে চলছে কানাঘুষা। অন্য প্রার্থীদের চেয়ে আলোচনায় ফের শীর্ষে অবস্থায় রয়েছেন তিনি।
ইউনিয়নের বিভিন্ন এলাকার ভোটারেরা জানান, সমাজ সেবক ফখরুদ্দীন ফরাজী কাজল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হলে পাড়া মহল্লার সার্বিক উন্নয়ন হবে। শিক্ষা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসবে। মাদক, সন্ত্রাস, দুর্নীতি, জুয়া ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন বর্তমানের চেয়ে আরো একধাপ এগিয়ে নিবে। বেকার যুব সমাজকে চাকরি প্রধানের ক্ষেত্রে সহায়তা প্রদান সহ নানা মেগা প্রকল্পের মাধ্যমে জালালাবাদ ইউনিয়ন পরিষদকে সেরায় ইউপিতে রূপান্তরিত করতে পারবেন বলে আশাবাদী।