গাজীপুর জেলার টঙ্গীপূর্ব থানা এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুইজন আসামি মোঃ মনিরুল ইসলাম (৩৫) এবং মোঃ মাসুদ রানা (২১) দ্বয়’কে গ্রেফতার করেছে র্যাব-২।
“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমান অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।
এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
গাজীপুর জেলার টঙ্গীপূর্ব থানা এলাকা হতে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ মনিরুল ইসলাম (৩৫), পিতা-মৃত জামাল শেখ, থানা-পবা, জেলা- রাজশাহী এবং মোঃ মাসুদ রানা (২১), পিতা- মোঃ আলাউদ্দিন, থানা- হালুয়াঘাট, জেলা- ময়মনসিংহ দ্বয়’কে গতকাল ০৫ এপ্রিল ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ২০.০০ ঘটিকায় গাজীপুর জেলার টঙ্গী থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-২।
এজাহার সূত্রে জানা যায়, মোঃ মাসুদ রানা এবং মোঃ মনিরুল ইসলাম বিগত ২৮/০৬/ ২০১৮ ইং সালে ১৯৫ বোতল ফেনসিডিল সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়। পরবর্তীতে আসামিদ্বয়ের বিরুদ্ধে ডিএমপি ঢাকার, উত্তরা পশ্চিম থানার মামলা নং-৫০(০৬)১৮, তারিখ ২৮/০৬/২০১৮ইং, ধারা- ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯(১) এর টেবিল ৩(খ)২৫ ধারায় একটি মামলা রুজু হয়।
উক্ত মামলায় গ্রেফতারকৃত আসামিদ্বয় ০৪ মাস জেল হাজতে থাকার পর বিজ্ঞ আদালত হতে জামিনে মুক্তি লাভ করে নিয়মিত আদালতে হাজিরা না দিয়ে পলাতক হয়। অন্যদিকে তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
পরবর্তীতে আসামিদ্বয় পলাতক থাকা অবস্থায় বিজ্ঞ বিশেষ দায়রা আদালত ও দ্রুতবিচার ট্রাইব্যুনাল মামলাটির বিচারিক কার্যক্রম শেষে মোঃ মাসুদ রানা এবং মোঃ মনিরুল ইসলামদ্বয়কে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন।
গ্রেফতারী পরোয়ানা ইস্যু হওয়ার পর থেকে বর্ণিত আসামিদেরকে গ্রেফতার সংক্রান্তে উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ এর অধিযাচন পত্রের প্রেক্ষিতে র্যাব-২ আসামিদেরকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-২ এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে গতকাল ০৫ এপ্রিল ২০২৪ ইং তারিখ আনুমানিক রাত ২০.০০ ঘটিকায় গাজীপুর জেলার টঙ্গীপূর্ব থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
গ্রেফতারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপি ঢাকার উত্তরা পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত