পুলিশ পরিচয়ে চুরি, কেএমপি’র আড়ংঘাটা থানা পুলিশ কর্তৃক ০২ (দুই) জন আসামী গ্রেফতার
মোঃ ছালেক গাজী (৩৬) পেশায় একজন ভ্যান চালক তিনি গত ০৩ এপ্রিল ২০২৪ খ্রিঃ ভোর ০৪.৩০ ঘটিকার সময় দরজার কাঠের ফ্রেমসহ ভ্যান নিয়ে মংলা যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা করে। পথিমধ্যে গত ০৩/০৪/২০২৪ তারিখ ভোর ০৫.০০ ঘটিকার সময় আড়ংঘাটা থানাধীন সিটি বাইপাস সড়ক ওয়েব জুট মিলের সামনে পাঁকা রাস্তার উপর আসা মাত্র মোটরসাইকেল যোগে ০৩ জন লোক ছালেক গাজীকে রাস্তার পাশে দাঁড়াতে বলে। তারা ছালেক গাজীকে বলে যে আমরা পুলিশের লোক তোর কাছে চোরাই ভ্যান আছে তোকে আমরা থানায় নিয়ে যাবো। তখন মোটরসাইকেল যোগে আসা ০৩ জন লোক একজন লোকের মধ্যে একজন মোটরসাইকেল থেকে নেমে ছালেক গাজীর কাঠের ফ্রেম বোঝাই ভ্যান চালিয়ে বরইতলা ঘাটের দিকে চলে যায়। অন্য ০২জন লোক ছালেক গাজীকে তাদের মোটরসাইকেলের মাঝখানে বসিয়ে থানায় নিয়ে যাওয়ার কথা বলে রওয়ানা করে। কিন্তু কিছুদূর যাওয়ার পর ছালেক গাজী বুঝতে পারে তারা পুলিশ নয়, তখন সে ডাক চিৎকার দিতে শুরু করলে তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে মোটরসাইকেলে থাকা ০২ জন লোক মটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন আড়ংঘাটা থানা পুলিশকে উক্ত সংবাদ দিলে আড়ংঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে এসে ছালেক গাজীকে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে আড়ংঘাটা থানা এলাকা হতে ঘটনার সাথে জড়িত আসামী ১) মোঃ রাজিব হোসেন(২৯), পিতা-মৃতঃ সুলতান সরদার, সাং-যোগীপোল ০৭নং ওয়ার্ড, থানা-খানজাহান আলী এবং ২) মোঃ গোলাম রসুল গাজী(৩৮), পিতা-মৃতঃ জালাল গাজী, সাং-বাদুরগাছা, থানা-ডুমুরিয়া, জেলা-খুলনাদ্বয়কে গ্রেফতার করা হয় এবং গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে পুলিশ পরিচয় দিয়ে নিয়ে যাওয়া ব্যাটারি চালিত ভ্যানটি ০৬ টি দরজার কাঠের ফ্রেমসহ ও চুরির কাজে ব্যবহৃত ০১ টি HERO HUNK মোটরসাইকেল উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আড়ংঘাটা থানার মামলা নং-০২, তাং-০৩/০৪/২০২৪ খ্রিঃ, ধারা-১৭০/৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত