রাজধানীর কাফরুল এলাকা হতে গাড়ির মালিকানা পরিবর্তন, লাইসেন্স নবায়নসহ বিভিন্ন কাজে গ্রাহকদের নিকট হতে অর্থআত্মসাৎকারী দালাল চক্রের মূলহোতা অন্তর (২৫)সহ তার সহযোগী ০৭ জন সদস্য’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, চুরি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোরালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল ০৪ মার্চ ২০২৪ তারিখ সন্ধ্যায় ঢাকা মহানগরীর কাফরুল থানাধীন সেকশন-১৩ বিআরটিএ এলাকায় অভিযান চালিয়ে বিআরটিএ এর দালাল চক্রের মূলহোতা মোঃ অন্তর খান (২৫) সহ নিম্নোক্ত
০৭ সদস্য’কে গ্রেফতার করা হয়:
ক। মোঃ অন্তর খান (২৫), জেলা- ঝালকাঠি।
খ। মোঃ সাজ্জাতুল ইসলাম তুষার (৩০), জেলা- ঢাকা।
গ। মোঃ রিয়াদ খান (২০), জেলা- ঝিনাইদহ।
ঘ। মোঃ পিন্টু ব্যাপারী (৩০), জেলা- মুন্সিগঞ্জ।
ঙ। মোঃ দুলু মিয়া (২১) জেলা- শেরপুর।
চ। মোঃ জহির মোল্লা (২৮), জেলা- বরগুনা।
ছ। মোঃ রফিকুল ইসলাম @ রুবেল (৩০), জেলা- শেরপুর।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা সংঘবদ্ধ দালাল চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবত পরস্পর যোগসাজসে বিআরটিএ এলাকায় চুক্তি সম্পাদনের মাধ্যমে বিভিন্ন জেলা থেকে আগত লোকজনের কাছ থেকে গাড়ীর মালিকানা পরিবর্তন, ফিটনেস, ট্যাক্স টোকেন, গাড়ীর রেজিস্ট্রেশন ফি এবং অন্যান্য আনুষঙ্গিক ফি এর কথা বলে বিভিন্ন কৌশল অবলম্বন করে প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা আত্বসাৎ করে আসছিলো।
এই চক্রের অন্যতম মূলহোতা মোঃ অন্তর খান (২৫)। সে তার অন্যান্য সহযোগীদের সহায়তায় সাধারন জনগণকে প্রতারণার ফাঁদে ফেলে গাড়ীর রেজিস্ট্রেশন এর কাজ করার প্রতিশ্রুতি দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্বসাৎ করে আসছিলো। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ অপরাধীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মো: আবু জাহিদ
কপিরাইট ©২০২৩-২০২৪ নবদেশ ২৪ মিডিয়া লিমিটেড | সমস্ত অধিকার সংরক্ষিত